৩,২৫০ কোটি টাকায় সাউথ সিটি মল অধিগ্রহণ করল মার্কিন সংস্থা ব্ল্যাকস্টোন
ভারতে আমাদের উপস্থিতি মজবুত করতে একটি ঐতিহ্যবাহী সম্পদে বিনিয়োগ করতে পেরে আমরা পুলকিত।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩৩: কলকাতার অন্যতম বড় শপিং মল অধিগ্রহণ করেছে মার্কিন সংস্থা ব্ল্যাকস্টোন। জানা গেছে, ৩,২৫০ কোটি টাকার বিনিময়ে অধিগ্রহণ করা হল ১০ লক্ষ বর্গফুটের বেশি এলাকাজুড়ে তৈরি এই মলটি। ভারতীয় এবং মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের নানা রকম দোকান ছাড়াও বড় কলকাতার অন্যতম বড় ফুড কোর্ট রয়েছে এই মলে। আছে মাল্টিপ্লেক্সও। এখানে ১২৫০টি চারচাকা গাড়ি একসঙ্গে পার্ক করার ব্যবস্থা আছে।
ব্ল্যাকস্টোনের রিয়েল এস্টেট অ্যাকুইজিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ভারতে ব্যবসা আরও বাড়াতে চায়। সেজন্য একাধিক পদক্ষেপ করছে। জানা গিয়েছে সাউথ সিটির মলে বার্ষিক টার্নওভার ১৮০০ কোটি টাকারও বেশি।
ব্ল্যাকস্টোনের রিয়েল এস্টেট অ্যাকুইজ়িশনস বিভাগের প্রধান আশীষ মোহতা বলেন, ‘ভারতে আমাদের উপস্থিতি মজবুত করতে একটি ঐতিহ্যবাহী সম্পদে বিনিয়োগ করতে পেরে আমরা পুলকিত। এটি এমন একটি জায়গা যেখানে সব ধরনের সব শ্রেণির মানুষ এক জায়গায় জড়ো হন। কলকাতায় কেনাকাটা, খাওয়া-দাওয়া, বিনোদন এবং অবসর কাটানোর সেরা গন্তব্য হিসাবে এর জুড়ি মেলা ভার।’