Israel-Iran conflict: মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবহে ‘অপারেশন সিন্ধু’ শুরু করল ভারত, কেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: সপ্তম দিনে গড়াল ইরান-ইজরায়েল সংঘাত। দুই দেশেই দফায় দফায় আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র। ইজরায়েলে ফতেহ হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করেছে ইরানি সেনাবাহিনী। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবহে ‘অপারেশন সিন্ধু’ শুরু করল ভারত। ইরান থেকে ভারতীয় নাগরিকদের ফেরাতে এই অভিযান শুরু করেছে ভারত সরকার। বুধবার ভারতের বিদেশমন্ত্রক বিবৃতি জারি করে জানিয়েছে, অপারেশন সিন্ধুর প্রথম দফায় ১১০ জন ভারতীয় পড়ুয়াকে ইরান থেকে অন্যত্র সরিয়ে আনা হয়েছে। ভারতীয়দের উদ্ধার করার এই অভিযানে ইরান প্রশাসনের সহযোগিতাকে ভারতীয় বিদেশমন্ত্রক ধন্যবাদ জানিয়েছে।
জানা যাচ্ছে, মঙ্গলবার ভারতীয় পড়ুয়াদের ইরান থেকে নিরাপদে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে নিয়ে যাওয়া হয়েছে। ইরান এবং আর্মেনিয়ায় ভারতীয় দূতাবাসের আধিকারিকেরা তাঁদের সঙ্গে ছিলেন। বুধবার একটি বিশেষ বিমান পড়ুয়াদের নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে।
ইরান ও ইজরায়েল যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বেগ বাড়ছিল। আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের আর্মেনিয়া হয়ে ইরান থেকে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয় সোমবার। ইরানে থাকা ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূতদের জন্য মঙ্গলবার বিশেষ নির্দেশিকা জারি করে তেহরানের ভারতীয় দূতাবাস। নির্দেশিকায় বলা হয়, প্রত্যেকে যেন অনতিবিলম্বে তেহরান ছাড়েন। এরপর বুধবারই অপারেশন সিন্ধু শুরু করল ভারত।