২০২৬-এ রাজনীতিতে আসছেন সৌরভ? জেনে নিন তিনি কী বললেন

সৌরভ গাঙ্গুলি রাজনীতিতে যোগ দেবেন এমন জল্পনা বেশ কয়েকবছর ধরেই ঘোরাফেরা করছে বাংলার রাজনৈতিক ময়দানে।

June 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,২১:০০: সৌরভ গাঙ্গুলি রাজনীতিতে যোগ দেবেন এমন জল্পনা বেশ কয়েকবছর ধরেই ঘোরাফেরা করছে বাংলার রাজনৈতিক ময়দানে। কখনও বিজেপি, কখনও তৃণমূলে যোগ দেবেন বলে জল্পনা হয়েছে। কিন্তু তাঁর কোনটিই বাস্তবায়িত হয়নি। শুধু জল্পনা নয়, শোনা যায় বাস্তবে তাঁর কাছে প্রস্তাবও এসেছিলো বিজেপির তরফে। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে সৌরভকে তাদের ‘মুখ’ হওয়ার প্রস্তাব দিয়েছিল বিজেপি। সেবছর ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভায় গিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে মহারাজ যোগদান করবেন বলে গুজবও ছড়িয়েছিলো।

তবে প্রকাশ্যে তৃণমূল বিজেপি দুই দলের সঙ্গেই যথেষ্ট আন্তরিক সম্পর্ক মহারাজের। তাঁর বাড়িতে যেমন বিজেপির রাজ্য নেতাদের নিয়ে নৈশভোজ করতে দেখা গেছে অমিত শাহকে, তেমনই তাঁর মধুর সম্পর্ক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হোক বা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল সবেতেই মহারাজের দেখা মেলে মাননীয় পাশে। তবে এগুলো যে সবই সৌজন্যতা তা বরাবরই বলে এসেছেন মহারাজ। তবে এবার তিনি রাজনীতিতে আসা নিয়ে তার অবস্থান স্পষ্ট করে দিলেন।

সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে, রাজনীতি প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দিতে চান কি না। হেসে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতির জবাব, ‘‘রাজনীতিতে আমার কোনও আগ্রহ নেই।’’

পরের প্রশ্ন ছিল তাঁকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হলে তিনি কি রাজনীতিতে যোগ দেবেন? তার জবাবেও সৌরভ বলেন, “আমার কোনও আগ্রহ নেই। আপনি যেমন বলছেন বিষয়টা অতটা সহজ নয়।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen