ফের কর্মনাশা বন্ধের পথে বামেরা, ৯ জুলাই সাধারণ ধর্মঘটের ডাক বামপন্থী ট্রেড ইউনিয়নের
বিবৃতিতে বলা হয়, দেশ কঠিন সমসয়ের মধ্যে দিয়ে গেলেও শ্রমজীবী বিরোধী শ্রমকোড প্রয়োগের কাজ চালিয়েই যাচ্ছে কেন্দ্রের সরকার।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১১: ভোটের ময়দানে বামেরা ক্রমশ গুরুত্ব হারাচ্ছে। মূলধারার রাজনীতিতেও আজ যেন অনেকটাই প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে বামপন্থী দলগুলি। এবার তারা তাদের পুরনো হাতিয়ার নিয়ে পথে নামতে চলেছে। ৯ জুলাই বন্ধের ডাক দিয়েছে একাধিক বামপন্থী ট্রেড ইউনিয়ন। সিপিআই(এম), সিপিআই, সিপিআই(এম-এল) লিবারেশন, আরএসপি এবং এআইএসবি-এর তরফে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দেশ কঠিন সমসয়ের মধ্যে দিয়ে গেলেও শ্রমজীবী বিরোধী শ্রমকোড প্রয়োগের কাজ চালিয়েই যাচ্ছে কেন্দ্রের সরকার। ব্যাঙ্ক বীমা রেল সহ দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প গুলি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে, কমপক্ষে ২৬হাজার টাকা মজুরির দাবিতে, সম কাজে সম বেতন, আইসিডিএস ও আশা কর্মীদের শ্রমিকের মর্যাদা দিতে হবে। এই সকল দাবি নিয়ে তারা ৯ জুলাই সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।