Kasba Law College: কসবা কাণ্ডে নিরাপত্তারক্ষীও গ্রেপ্তার, ধৃতের সংখ্যা বেড়ে ৪
কসবা ল কলেজেরই (Kasba Law College) এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে শুক্রবার পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল তিনজনকে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: কসবা ল কলেজেরই (Kasba Law College) এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে শুক্রবার পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল তিনজনকে। তার মধ্যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র (Manojit Mishra)। বাকি দুজন কলেজেরই বর্তমান পড়ুয়া জইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। শনিবার কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেপ্তার করল পুলিশ। এবার শনিবার কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেপ্তার করল পুলিশ। জানা গেছে, তাকে প্রথম আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরে বয়ানে অসঙ্গতি লক্ষ্য করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় পড়ে। নির্যাতিতা দাবি করেন, বুধবার সন্ধ্যায় তাঁকে ডাকা হয়েছিল গার্ড রুমে। অভিযোগ, তিনি সেখানে গেলে তাঁর উপর চড়াও হন তিনজন। গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু না বলতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেন পুলিশ আধিকারিকরা। প্রথমে দু’জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ চলে। তাঁদের থেকেই মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যায়। কালবিলম্ব না করে মূল অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়।
নির্যাতিতা অভিযোগ পত্রে জানিয়েছিলেন, ঘটনার সময় গার্ডকে তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। গার্ড বিষয়টা জানলেও নিরুপায় ছিলেন বলে জানান নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার গার্ড পিনাকী বন্দ্যোপাধ্যায়কে আটক করে পুলিশ। বুধবার ঠিক কী ঘটেছিল গার্ড রুমে, তাঁর কী ভূমিকা ছিল, কেন ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ বা থানায় জানাননি এহেন বহু প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে।