চাষের জন্য আর ‘ফ্রি’ জল দিতে চায় না কেন্দ্র, গরিব কৃষকদের জন্য কবর খুঁড়ছে মোদী সরকার?

সারের দাম বেড়েই চলেছে। থামছে না কৃষকদের আত্মহত্যা , তারই মাঝে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের NDA সরকার চাষের সেচের জন্য আর যাতে ‘ফ্রি’ জল না মিলে,সেই দিকে এগোচ্ছে। মোদী সরকার ঠিক করেছে কৃষকদের থেকে এবার চাষে ব্যবহৃত জলের উপরেও দাম নেবে বলে।

June 29, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সারের দাম বেড়েই চলেছে। থামছে না কৃষকদের আত্মহত্যা , তারই মাঝে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের NDA সরকার চাষের সেচের জন্য আর যাতে ‘ফ্রি’ জল না মিলে,সেই দিকে এগোচ্ছে। মোদী সরকার ঠিক করেছে কৃষকদের থেকে এবার চাষে ব্যবহৃত জলের উপরেও দাম নেবে বলে।

মোদী সরকার ক্ষমতায় আসার পর ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে নয় বছরে দেশে কৃষকদের আত্মহত্যার সংখ্যা ছিল ১০০,৪৭৪। ২০২২ সালে, ভারতে কৃষিক্ষেত্রের সাথে জড়িত মোট ১১,২৯০ জন ব্যক্তি (৫,২০৭ জন কৃষক এবং ৬,০৮৩ জন কৃষি শ্রমিক) আত্মহত্যা করেছেন।

কিছুদিন আগে ভারতের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের জানান, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে শুধুমাত্র মারাঠওয়াড়া অঞ্চলেই ৩০৯০ জন কৃষক আত্মহত্যা করেছেন, যা গড়ে প্রতিদিন প্রায় তিনজন। কৃষকদের আত্মহত্যার অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে অভাবকেই। এরপর কেন্দ্র যদি চাষের জন্যে জলের ওপর দাম নেওয়ার ব্যবস্থা করে, তাহলে গরিব কৃষকদের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠতে পারে, এমনই ভাবনা ওয়াকিবহাল মহলে।

এর ওপরে ইউরিয়া জাতীয় সারের দাম বেড়েই চলেছে। ২০২৪-এর বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সারের ওপর সাবসিডি কমিযে দিয়েছিলেন। তার প্রভাব পড়েছে গরিব কৃষকদের ওপরেই, এমনি মনে করা হচ্ছে।

সংবাদমাধ্যমের খবর খবর, আপাতত ২০টি রাজ্যে পাইলট প্রকল্প শুরু করার সিদ্ধান্ত হয়েছে। ঠিক হয়েছে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট লাইনের মাধ্যমে চাষের জমি জল যাবে। পরিমাণ মতোই জল দেওয়া হবে। জল নষ্ট করতে দেওয়া হবে না। তবে সংবিধান মোতাবেক কৃষি যেহেতু রাজ্যের বিষয়, তাই এ ব্যাপারে রাজ্যগুলিকে প্রস্তাব পাঠিয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। কৃষককে চাষের জন্য জল সরবরাহে কত টাকার বিল ধরানো হবে, তা ঠিক করবে রাজ্যই। কেন্দ্র স্রেফ এই প্রকল্পে সহযোগিতা করবে। মোদী সরকার তার জন্য ১ হাজার ১০০ কোটি টাকা অনুমোদনও করেছে।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সি আর পাতিল বলেন, শিল্পকারখানার ক্ষেত্রে যে জল ব্যবহার হয়, সেখানে তাদের তা কিনতে হয়। ফ্রি মেলে না। একইভাবে চাষবাসের কাজেও জলের অপচয় কমানোর লক্ষ্যেই দাম চাপানোর সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রী বলেন, চাষবাসের কাজে দেশের ৮৩ শতাংশ জল ব্যবহার হয়। কিন্তু তার অধিকাংশ অপচয় হয়। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক করেছেন, এবার কৃষকদের জল দেওয়া হবে, গুনমানসম্পন্ন জলই মিলবে। তবে অপচয় করা যাবে না। এখন দেখা যাক, রাজ্যগুলি কী বলে। কোনও রাজ্য যদি কৃষকের থেকে জলের দাম নিতে না চায়, সেটা রাজ্যের ব্যাপার। তবে কেন্দ্রীয় সরকার দাম নেওয়ার পক্ষে।

যদিও এই প্রক্রিয়ায় শেষ কথা বলবে রাজ্যই, তবুও মন করা হচ্ছে, কেন্দ্রের এই চিন্তাধারা ঘোরতর কৃষকবিরোধী। যে দেশে গরিব কৃষকদের আত্মহত্যার সংখ্যা কমছে না, সেই দেশে কেন্দ্রের এরকম চিন্তা ভাবনা নিয়ে প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen