কসবা কাণ্ড: অস্থায়ী চাকরি থেকে বহিষ্কৃত অভিযুক্ত, সাসপেন্ড দুই অভিযুক্ত পড়ুয়া

গণধর্ষণ কাণ্ড সামনে আসতেই কড়া অবস্থান নেয় উচ্চশিক্ষা দপ্তর। কলেজকে অভিযুক্তদের বরখাস্তের করার সুপারিশ করা হয়।

July 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২০: কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে কলেজের চাকরি থেকে বহিষ্কার করা হল। উচ্চশিক্ষা দপ্তরের সুপারিশ মেনে অভিযুক্ত দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জাইব আহমেদকে কলেজ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কলেজ পরিচালন সমিতি। উল্লেখ্য, গণধর্ষণ কাণ্ড সামনে আসতেই কড়া অবস্থান নেয় উচ্চশিক্ষা দপ্তর। কলেজকে অভিযুক্তদের বরখাস্তের করার সুপারিশ করা হয়। সোমবার তাদের বরখাস্ত করা হয়। মঙ্গলবারের বৈঠকের পর তাদের বহিষ্কার করা হল।

আজ, মঙ্গলবার বৈঠকে বসে কলেজের পরিচালন সমিতি। বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্তদের বহিষ্কার করা হয়েছে। মূল অভিযুক্তকে তার অস্থায়ী পদ থেকে বহিষ্কারের পাশাপাশি বার কাউন্সিলের লাইসেন্স বাতিলেরও আবেদন জানাবো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী, আইন কলেজ এখন বন্ধ থাকবে। আসন্ন পরীক্ষার কথা মাথায় রেখে কলেজ অফিস খোলা থাকবে। পড়ুয়ারা পরীক্ষা সংক্রান্ত ফর্ম ফিলাপ থেকে যাবতীয় কাজ করতে পারবেন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে কলেজ কর্তৃপক্ষ। তারপরই কলেজ খুলে দেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen