India vs England 2nd Test: আজ শুরু দ্বিতীয় টেস্ট, বুমরাহকে নিয়ে জল্পনা অব্যাহত!

July 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,০৯:৩৮: আজ বুধবার এজবাস্টনে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। তার আগে যশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে নাটক অব্যাহত। সোমবার সাংবাদিক সম্মেলনে সহকারী কোচ রায়ান ডয়েশকাটে যা বলেছিলেন, সেই এক বক্তব্য মঙ্গলবার শোনা গেল ভারত অধিনায়ক শুভমান গিলের কণ্ঠেও, ‘বুমরাহ খেলার জন্য তৈরি। সঠিক বোলিং কম্বিনেশন বেছে নেওয়ার চেষ্টা হচ্ছে। প্র্যাকটিসের সময় পিচ দেখে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।’

সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ নিতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া অবশ্য সেই পথে হাঁটেনি। নেপথ্যে একাধিক কারণ। ঘুরে দঁড়াতে মরিয়া ভারতীয় দল আসলে বড় বেশি বুমরাহ নির্ভর হয়ে পড়েছে। ম্যাচ জেতালে তিনিই জেতাবেন। বাকিরা তালপাতার সেপাই। হেডিংলে টেস্টে ৩৭১ রানের টার্গেট দিয়েও ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হার, সেই ধারণাকে আরও দৃঢ় করেছে। তাই বুধবার এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে বুমরাহকে নিয়ে সিদ্ধান্তে উপনীত হতে বার বার হোঁচট খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

লাল বলের ক্রিকেটে এজবাস্টন আজ পর্যন্ত এমনিতেই কোনও সুখস্মৃতি সরবরাহ করেনি ভারতীয় টিমকে। কারণ, এ মাঠে কখনও টেস্ট জেতেনি ভারত। ভারত এমনিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ০-১ পিছিয়ে। এই অবস্থায় বুমরাহ এজবাস্টনে না খেলা মানে, ভারতের উপর চাপ আরও কয়েকগুণ বেড়ে যাওয়া। সমর্থক থেকে প্রাক্তনী, সকলেই প্রবলভাবে চাইছেন বুধবার বুমরাহকে নামিয়ে দেওয়া হোক। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট ম্যাচের একদিন আগেও দলের সেরা পেসারকে নিয়ে রহস্য জিইয়ে রাখতে চাইছেন। ইংল্যান্ড সফরের শুরুটা ভালো হয়নি ভারতীয় দলের। লিডস টেস্টে হার মানতে হয়েছে। এই ম্যাচে বুমরাহকে না পাওয়া গেলে তাঁর জায়গায় খেলার সবচেয়ে বেশি সম্ভাবনা বাংলার পেসার আকাশ দীপের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen