প্রথম মহিলা সভানেত্রী পেতে চলছে BJP! কাদের নাম চর্চায়?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪২: বিজেপি তৈরি হওয়ার পর থেকে অদ্যাবধি কোনও মহিলা, দলের সংগঠনের শীর্ষ পদে বসেননি। এবার সেই প্রথা ভাঙতে চলেছে বিজেপি? সূত্রের খবর, জেপি নাড্ডার উত্তরসূরি হতে পারেন কোনও মহিলা রাজনীতিক। এতে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে বিজেপি। একদিকে যেমন মহিলা ভোটকে কাছে টানা যাবে, অন্যদিকে বিজেপির নারীবিদ্বেষী বদনাম ও ঘুচবে। এতে সায় রয়েছে আরএসএসেরও। সাম্প্রতিক কালে পদ্ম পার্টির মহিলা সমর্থকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লির মতো রাজ্যে বিধানসভা ভোটে মহিলাদের সমর্থন পেয়েছে গেরুয়া শিবির। দিল্লিতে এক মহিলাকেই মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছে গেরুয়া শিবির।
রাজ্যে রাজ্যে বিজেপির সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চলতি মাসেই নয়া সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করে দিতে পারে বিজেপি। মহিলা হওয়ার পাশাপাশি আরও দুই শর্ত মানতে হবে বিজেপির সম্ভাব্য সর্বভারতীয় সভাপতিকে। তাঁকে দক্ষিণ ভারতের হতে হবে। কারণ, বিজেপির পাখির চোখ দাক্ষিণাত্য দখল। হিন্দি ভাষায় দখল থাকতে হবে। হিন্দি না-ভাল বললে গো-বলয়ের নেত্রী হওয়া সম্ভব না।
কাদের নাম জল্পনায়?
নির্মলা সীতারমণ: অরুণ জেটলির পর থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রক সামলাচ্ছেন নির্মলা। মোদীর আস্থাভাজন তিনি। মহিলা সভাপতি বাছা হলে দৌড়ে প্রথমেই থাকবেন নির্মলা।
ডি পূর্ণেশ্বরী: সাংসদ ডি পূর্ণেশ্বরী, অন্ধ্রপ্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি। অপারেশন সিঁদুরের প্রতিনিধি দলে ছিলেন। তেলুগু, তামিল, হিন্দি, ইংরেজি, ফরাসি ভাষায় দক্ষতা রয়েছে তাঁর। হিন্দিও বলতে পারেন। সুবক্তা।
ভনথি শ্রীনিবাসন: তামিলনাড়ু বিজেপির অন্যতম মুখ। বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। বর্তমানে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য। তিনিই প্রথম মহিলা হিসেবে এই সংগঠনের সদস্য হন। আইনজীবী থেকে রাজনীতিবিদ হয়েছেন। বর্তমানে তিনি তামিলনাড়ু বিধানসভায় কোয়েম্বাটুর দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির বিধায়ক। তামিলনাড়ু বিজেপির নানা সাংগঠনিক পদ সামলেছেন।
এখন দেখার এঁদের মধ্যে কে বিজেপির শীর্ষপদে বসেন।