Rishi Sunak: প্রধানমন্ত্রিত্ব খুইয়ে চাকরিতে যোগ দিলেন ঋষি সুনাক

July 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১২:২৫: বিশ্বখ্যাত মার্কিন বিনিয়োগ সংস্থা গোল্ডম্যান শ্যাক্স (Goldman Sachs Group Inc.) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak) তাঁদের সংস্থায় যোগ দিয়েছেন সিনিয়র এডভাইজার হিসেবে।

২০২২ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা সুনাক এবার নিউ ইয়র্ক-ভিত্তিক এই সংস্থার শীর্ষ নেতৃত্বদের সঙ্গে কাজ করে আন্তর্জাতিক ক্লায়েন্টদের ম্যাক্রোইকনমিক ও আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়ে পরামর্শ দেবেন। তাঁর দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা গোল্ডম্যানের নীতিনির্ধারণ ও ক্লায়েন্ট কনসাল্টেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছে সংস্থা।

ঋষি সুনাক এই সংস্থার সঙ্গে নতুন করে যুক্ত হলেও এটি তাঁর প্রথমবার নয়। ২০০০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) পড়ার সময় তিনি প্রথমে ইন্টার্ন হিসেবে গোল্ডম্যান শ্যাক্সে কাজ শুরু করেন। স্নাতক হওয়ার পর যোগ দেন জুনিয়ার এনালিস্ট হিসেবে। দীর্ঘদিন পর, আবার তিনি ফিরছেন এক নতুন ভূমিকায়।

জানা গেছে, গোল্ডম্যান থেকে তিনি যে বেতন পাবেন, সেটি তিনি এবং তাঁর স্ত্রী পরিচালিত রিচমন্ড প্রজেক্ট (Richmond Project) নামক চ্যারিটিতে দান করবেন। এই সংস্থা মূলত যুক্তরাজ্যে সংখ্যাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।

২০২৪ সালের গ্রীষ্মে লেবার পার্টির (Labour Party) বিপুল জয়ের পর সুনাক আলোচনার পরিধি থেকে অনেকটাই বাইরে ছিলেন। এবার কর্পোরেট জগতে ফিরে তিনি আবারও ফিরলেন এক নতুন ভূমিকায়, যেখানে রাষ্ট্রনায়ক নয়, তিনি একজন অভিজ্ঞ পরামর্শদাতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen