ENG vs IND 3rd Test: শুভমন কি ভাঙতে পারবেন ব্র্যাডম্যানের রেকর্ড?
মাত্র ২৫ বছর বয়সেই ভারতের ব্যাটিং স্তম্ভ হয়ে উঠেছেন তিনি। এখন দেখার, ব্র্যাডম্যানের ঐতিহাসিক রেকর্ড ছোঁয়া শুভমনের পক্ষে সম্ভব হয় কি না।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৪: ভারতীয় ওপেনার শুভমন গিল বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন। তাঁর ব্যাট থেকে আসছে একের পর এক দুর্দান্ত ইনিংস। ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ ২০২৫-এ শুভমন গিল (Shubman Gill) এখন অন্যতম আকর্ষণ। ইংল্যান্ডের মাটিতে চলতি অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির প্রথম দুই টেস্টেই গিল ৫৮৫ রান করে নজর কেড়েছেন।
ক্রিকেট মহলে এখন তুমুল আলোচনা—ডোনাল্ড ব্র্যাডম্যানের (Don Bradman) ৯৭৪ রানের রেকর্ড কি এবার ভাঙতে চলেছেন শুভমন গিল? ১৯৩০ সালের ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে ব্র্যাডম্যান করেছিলেন সেই রেকর্ড। এখনও পর্যন্ত কোনও ব্যাটসম্যান এক সিরিজে এত রান করতে পারেননি।
এই রেকর্ড থেকে মাত্র ৩৮৯ রান পিছিয়ে রয়েছেন শুভমন। ফলে বাকি তিন টেস্টে নজর থাকবে তাঁর দিকে। ভারতের প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকরও আশাবাদী শুভমনের এই রেকর্ড ভাঙা নিয়ে। তাঁর কথায়, “শুভমন গিল দুর্দান্ত ফর্মে আছে। ও অসাধারণ ব্যাটসম্যান। এই সিরিজে নতুন রেকর্ড গড়ার দারুণ সুযোগ ওর সামনে রয়েছে।”
তবে শুধুমাত্র ব্যক্তিগত রেকর্ড নয়, দলীয় সাফল্যের দিকেও নজর রাখছেন বেঙ্গসরকর। তিনি বলেন, “ব্যক্তিগত কীর্তি নয়, দলের জয়ই আসল। আমাদের দেশে অনেক সময় তারকাদের মাইলস্টোন নিয়ে অতিরিক্ত উচ্ছ্বাস দেখা যায়, কিন্তু দলের জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
লর্ডস টেস্ট ২০২৫-এর দিকে তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব। সিরিজের ফলাফল এখন ১-১। বেঙ্গসরকর মনে করেন, “ভারত ভালো খেলছে। এই ছন্দ ধরে রাখতে পারলে লর্ডসে ২-১ করা শুধু সময়ের অপেক্ষা।”
এছাড়া, এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন শুভমন গিল। ICC টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিং ২০২৫-এ তিনি উঠে এসেছেন ষষ্ঠ স্থানে। মাত্র ২৫ বছর বয়সেই ভারতের ব্যাটিং স্তম্ভ হয়ে উঠেছেন তিনি। এখন দেখার, ব্র্যাডম্যানের ঐতিহাসিক রেকর্ড ছোঁয়া শুভমনের পক্ষে সম্ভব হয় কি না।