Odisha Student Suicide: শিক্ষকের যৌন প্রস্তাবে নিজের গায়ে আগুন কলেজ ছাত্রীর

Odisha Incident, Student, Ablaze, College,

July 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৬: ওড়িশার বালেশ্বরের ফকির মোহন কলেজের (Fakir Mohan College, Balasore) এক ২০ বছর বয়সী ছাত্রীর আত্মহত্যার চেষ্টা ফের নাড়া দিয়েছে গোটা দেশকে। দ্বিতীয় বর্ষের ইন্টিগ্রেটেড বিএডের (Integrated B.Ed) ছাত্রীটি বর্তমানে ভুবনেশ্বরের এইমস হাসপাতালে (AIIMS Bhubaneswar) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং তাঁর শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছে।

শনিবার কলেজের অধ্যক্ষ দিলীপ ঘোষের (Principal Dilip Ghosh) সঙ্গে দেখা করার পরেই ছাত্রীটি নিজের গায়ে আগুন লাগিয়ে দেন বলে জানা গিয়েছে। তাঁর অভিযোগ, কলেজের এক শিক্ষক তাঁকে যৌন প্রস্তাব (sexual harassment) দেওয়ার পর অভিযোগ দায়ের করার পরেও কলেজ কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি।

এই ঘটনার আগে ছাত্রীটি কলেজ ক্যাম্পাসেই এক সপ্তাহব্যাপী প্রতিবাদ করেছিলেন, যাতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু সেই দাবি দীর্ঘদিন অগ্রাহ্য হওয়ায় অবশেষে চূড়ান্ত পদক্ষেপ হিসেবে আত্মাহুতি চেষ্টার পথ বেছে নেন তিনি।

এই ঘটনার পর পুলিশ অভিযুক্ত শিক্ষককে সাহাদেবখুন্তা থানায় (Sahadevkhunta Police Station) আটক করেছে। বালেশ্বরের পুলিশ সুপার রাজ প্রসাদ (SP Raj Prasad) ঘটনাস্থলে তদন্ত শুরু করেছেন, সঙ্গে রয়েছে ফরেনসিক টিম।

এই মর্মান্তিক ঘটনায় ফের একবার ওড়িশার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে – বিশেষ করে যখন রাজ্যে বিজেপি ক্ষমতায়। একজন ছাত্রী, যার সাহস ছিল প্রতিবাদ জানানোর, তাঁকেই যদি প্রশাসনিক উদাসীনতার শিকার হতে হয়, তবে সাধারণ মহিলাদের নিরাপত্তা আদৌ কতটা নিশ্চিৎ – সেই প্রশ্ন উঠছে রাজ্যজুড়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen