বন্ধ সর্বশিক্ষা মিশনে টাকা, বাংলাকে বঞ্চনার পরোক্ষ স্বীকারোক্তি কেন্দ্রের
১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা কিংবা জলজীবন মিশন, পরপর একাধিক কেন্দ্রীয় প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্র।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪৭: ফের বাংলাকে বঞ্চনা! সর্বশিক্ষা মিশনের এক টাকাও পেল না বাংলা। গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা পেয়ে গেল হাজার হাজার কোটি টাকা, অথচ বাংলার ভাগে শূন্য!
১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা কিংবা জলজীবন মিশন, পরপর একাধিক কেন্দ্রীয় প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্র। এবার সেই তালিকায় ফের উঠে এল সর্বশিক্ষা মিশনের নামও। রাজ্য সরকার বারবার অভিযোগ জানালেও এতদিন কেন্দ্র নিরুত্তর ছিল। এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের দেওয়া তথ্য থেকেই কার্যত স্পষ্ট, সর্বশিক্ষা মিশনের টাকা থেকে বাংলাকে পুরোপুরি বঞ্চিত করা হয়েছে।
সম্প্রতি এই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি লেখেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। চিঠিতে তিনি প্রশ্ন করেন, সর্বশিক্ষা মিশনের আওতায় রাজ্যগুলিকে ঠিক কত অর্থ বরাদ্দ করা হয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রাপ্য কেন আটকে রয়েছে। তার উত্তরে কেন্দ্রের তরফে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তা আরও একবার জ্বলজ্বলে করে তুলেছে অভিযোগের বাস্তবতা।
পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে গুজরাট পেয়েছে ১২৪৫.৫৪ কোটি টাকা, উত্তরপ্রদেশ পেয়েছে ৬২৬৪.৭৯ কোটি, হরিয়ানা পেয়েছে ৫৩৬.৪৪ কোটি টাকা। কিন্তু পশ্চিমবঙ্গে শূন্য। একটিও টাকা দেওয়া হয়নি এই খাতে।
এই পরিসংখ্যান সামনে আসার পর ফের সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলীয় মুখপাত্রদের মতে, “এই তালিকা প্রমাণ করছে, কেন্দ্র ইচ্ছাকৃতভাবে বাংলাকে অর্থবরাদ্দ থেকে বঞ্চিত করছে। এটা প্রশাসনিক নয়, পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্ত।”
উল্লেখযোগ্যভাবে, কেন্দ্র ইতিমধ্যেই একাধিক তদন্তকারী সংস্থা পাঠিয়ে প্রকল্পগুলির আর্থিক খতিয়ান পরীক্ষা করিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও বড়সড় গরমিলের প্রমাণ মেলেনি। তাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির অভিযোগই স্বীকৃতি পাচ্ছে। কেন্দ্রের নিজস্ব তথ্যই যেন কেন্দ্রীয় বঞ্চনার দলিল হয়ে উঠেছে।