জুলাইয়েই ছাত্র আন্দোলনে ফের উত্তাল ঢাকা, চলছে লাঠি, সাউন্ড গ্রেনেড, হাসপাতালে ৭৫ জন

রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন শিক্ষার্থীরা। পালটা শিক্ষার্থীদের উপর লাঠিপেটার অভিযোগ মহম্মদ ইউনুসের পুলিশের বিরুদ্ধে।

July 22, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৩১: আবারও জুলাই, আবারও ঢাকা, আবারও সেই ছাত্র আন্দোলন! সোমবার দুপুরে বিমান দুর্ঘটনায় ছাত্রদের ও নিহত হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছিল জনতা। মাইলস্টোন স্কুল ও কলেজে ভয়ংকর দুর্ঘটনার পরেও এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় এবং আরও একগুচ্ছ অভিযোগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে উত্তাল ঢাকা। মঙ্গলবার দুপুরে থেকে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন শিক্ষার্থীরা। পালটা শিক্ষার্থীদের উপর লাঠিপেটার অভিযোগ মহম্মদ ইউনুসের পুলিশের বিরুদ্ধে। চলছে লাঠি, সাউন্ড গ্রেনেড। আহত ৭৫ জন ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সেনা বিমান দুর্ঘটনার পর পরিস্থিতি সরকারের হাতের বাইরে চলে গিয়েছে সেনাবাহিনীর অতিসক্রিয়তার কারণে। সোমবারের পর মঙ্গলবারও দফায় দফায় সেনা বিরোধী বিক্ষোভে উত্তাল রাজধানী ঢাকা। সোমবার বিকালে দুর্ঘটনাস্থল ঢাকার মাইলস্টোন কলেজে সেনা জওয়ানদের দাদাগিরি, উদ্ধারের কাজ থেকে স্থানীয় মানুষকে সরিয়ে দেওয়া নিয়ে বাহিনীর বিরুদ্ধে তুমুল বিক্ষোভে শামিল হয় ছাত্র, অভিভাবক, স্থানীয় মানুষ।

সেনার পাশাপাশি উপদেষ্টাদের বিরুদ্ধেও বিক্ষোভ চলছে ঢাকায় বাংলাদেশ সরকারের সচিবালয়ের সামনে পড়ুয়া, অভিভাবক এবং সাধারণ মানুষের তুমুল বিক্ষোভ চলছে। জনতার দাবি, অবিলম্বে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলার দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। আইন, শিক্ষা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি আগেই উঠেছে। আইন ও শিক্ষা উপদেষ্টা মাইলস্টোন কলেজে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। প্রেস উইংয়ের বিরুদ্ধে মৃতের সংখ্যা আড়াল করার অভিযোগে সরব মানুষ। সোমবার থেকেই মৃতের সংখ্যা আড়াল করার অভিযোগ ওঠে। মঙ্গলবার সেই অভিযোগ আরও জোরালো হয়েছে।

এই পরিস্থিতিতে সরব হয়েছে আওয়ামী লিগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লিগ। এক বিবৃতিতে তারা বলেছে, ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজের উপর বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অসংখ্য শিশুর প্রাণ হারানোর মর্মান্তিক ঘটনা পরবর্তীতে অথর্ব-অবৈধ ইউনূস সরকারের অব্যবস্থাপনা, অদক্ষতা, চিকিৎসাকেন্দ্রগুলোর দখল ও দুর্নীতির কারণে এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হল জাতিকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen