উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনকড়ের পদত্যাগ নিয়ে কোনও বিশেষ ইঙ্গিত দিতে চাইলেন মুখ্যমন্ত্রী?

জগদীপ ধনকড়ের হঠাৎ পদত্যাগের কারণে তুমুল পরিস্থিতি তৈরি হয়ে গেছে৷ হঠাৎ ইস্তফা ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন শুরু হয়েছে।

July 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:০০: এই বছরের মার্চ মাসে হৃদরোগজনিত অসুস্থতার কারণে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankar) চার দিনের জন্য দিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছিল। তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে আসেন। কিন্তু সোমবার রাতে মেগা ট্যুইস্ট ভারতের উপরাষ্ট্রপতির৷ এক চমকপ্রদ ঘোষণায় তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদ থেকে পদত্যাগ করেন। জগদীপ ধনকড়ের হঠাৎ পদত্যাগের কারণে তুমুল পরিস্থিতি তৈরি হয়ে গেছে৷ হঠাৎ ইস্তফা ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল।

সোমবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে ধনকড়ের ইস্তফা নিয়ে প্রশ্ন উঠতেই মুখ্যমন্ত্রী বলেন, “আমি এখনই এই বিষয়ে কিছু বলব না। আমাদের সংসদীয় দল আছে, ওরা বলবে। তবে আমি যতটা জানি, উনি (ধনকড়) সুস্থই আছেন। এর মধ্যে গড়বড় কিছু নিশ্চয়ই আছে।”

মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই নতুন করে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ধনকড়ের পদত্যাগের নেপথ্যে শুধুই কি শারীরিক কারণ, নাকি এর পেছনে আছে অন্য কোনও রাজনৈতিক চাপ তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

জগদীপ ধনকড়ের এই ইস্তফা নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন, তা যেন আরও সন্দেহ বাড়িয়েছে। মাত্র দু লাইনের একটি পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, “শ্রী জগদীপ ধনকড়জি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে আমাদের দেশের সেবা করার বহু সুযোগ পেয়েছেন, যার মধ্যে ভারতের উপ-রাষ্ট্রপতির পদও রয়েছে। তাঁর সুস্বাস্থ্যের কামনা করি”।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen