রাজ্য বিভাগে ফিরে যান

তথ্যের অধিকার দিবসে টুইটারে কেন্দ্রকে আক্রমণ মমতার

September 28, 2020 | < 1 min read

আন্তর্জাতিক তথ্যের অধিকার দিবসে টুইটারে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সংসদের বাদল অধিবেশনে অধিকাংশ প্রশ্নের জবাবেই কোনও তথ্য দিতে পারেনি কেন্দ্রীয় সরকার। সঠিক তথ্য প্রকাশে মানুষের কাছে সরকারের দায়বদ্ধতা স্মরণ করিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী। 

এদিন টুইটে মমতা লেখেন, ‘আজ আন্তর্জাতিক তথ্যের অধিকার দিবস। সংসদের সাম্প্রতিক অধিবেশনে কেন্দ্রের আসল চেহারা যে ভাবে বেরিয়ে পড়েছে, তাতে আমি স্তম্ভিত। বেশিরভাগ প্রশ্নে কেন্দ্রের জবাব, তাঁদের কাছে কোনও তথ্য নেই। প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার আছে। সরকারে মানুষের কাছে দায়বদ্ধ।’

সম্প্রতি নানা ইস্যুতে সরাসরি তাদের কাছে তথ্য নেই বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। তা সে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা হোক বা ট্রেন সফরে মৃত শ্রমিক, কোনও ক্ষেত্রেরই তথ্য দিতে পারেনি তথ্য। অর্থনীতি সংক্রান্ত নানা বিষয়েও তথ্য পেশে নিজেদের অপারকতা স্বীকার করেছে মোদী সরকার। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #International Day for Universal Access to Information

আরো দেখুন