ভিনরাজ্যে কাজ করতে গিয়ে নৃশংসতার বলি বাংলার শ্রমিক, অভিযোগ জানাতে হেল্পলাইন চালু করল রাজ্য পুলিশ
যদি কোনও ব্যক্তি বা তাঁর পরিবার ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়েন, তাহলে তাঁরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে বিস্তারিতভাবে অভিযোগ জানাতে পারেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.১০: ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে নৃশংসতার বলি বাংলার পরিযায়ী শ্রমিক। বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর মহারাষ্ট্রের ওয়াসিগাও এলাকার একটি ডোবা থেকে তাঁর খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার করল পুলিশ। অভিযোগ, ওই শ্রমিককে খুনের পর দেহ টুকরো টুকরো করে বস্তায় লুকিয়ে জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। তদন্তে নেমে আপাতত এটুকুই জানিয়েছে ভাসি থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্র থেক ওই শ্রমিকের মৃতদেহ পৌঁছয় উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাড়িতে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে পরিবার।
অন্যদিকে ভিনরাজ্যে পাড়ি দেওয়া হাজার হাজার পরিযায়ী শ্রমিকের জন্য সুখবর (Migrant Workers)। কাজের জায়গায় প্রতারণা, বকেয়া মজুরি না পাওয়া কিংবা নিগ্রহের অভিযোগে বিপর্যস্ত পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য পুলিশ (West Bengal Police )। চালু করা হল একটি হোয়াটসঅ্যাপ ভিত্তিক হেল্পলাইন (Whatsapp Helpline)।
রাজ্য পুলিশের তরফে সোশ্যাল মাধ্যমে এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন হেল্পলাইন নম্বর: 9147727666, তবে এই নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো যাবে, কোন ফোন কল করা যাবে না।
যদি কোনও ব্যক্তি বা তাঁর পরিবার ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়েন, তাহলে তাঁরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে বিস্তারিতভাবে অভিযোগ জানাতে পারেন। মেসেজে নাম, ঠিকানা ও সমস্যার বিবরণ পাঠাতে হবে। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, প্রতিটি মেসেজ খতিয়ে দেখে প্রয়োজনে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।