ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিচালনা ভার কি বেসরকারি হাতে যেতে চলেছে?

ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিচালনা ভার কি ধাপে ধাপে বেসরকারি হাতে চলে যেতে চলেছে! মনই সম্ভাবনার ইঙ্গিত মিলেছে মেট্রো রেল সূত্রে (Kolkata Metro)

July 26, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি ১১.০০: ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিচালনা ভার কি ধাপে ধাপে বেসরকারি হাতে চলে যেতে চলেছে! মনই সম্ভাবনার ইঙ্গিত মিলেছে মেট্রো রেল সূত্রে (Kolkata Metro)। ইতিমধ্যেই এই প্রকল্পে অংশগ্রহণের জন্য ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ বা আগ্রহপত্র আহ্বান করেছে মেট্রো কর্তৃপক্ষ।

তবে মেট্রোর তরফে জানানো হয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোকে যে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে তেমন কোনও সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। সূত্রের খবর, কম্প্রিহেনসিভ ম্যালনুয়াল মেনটেনেন্স কন্ট্রাক্টের দায়িত্ব একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হবে।

এই মুহূর্তে নজরে রয়েছে, দেশের ও রাজ্যের কোন কোন সংস্থা এই ইস্ট-ওয়েস্ট মেট্রোর দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আগ্রহ দেখায়। আগ্রহপত্র খোলার পরে তবেই পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।
এই সিদ্ধান্ত কার্যকর হলে, কলকাতার মেট্রো পরিষেবায় এটি হবে এক ঐতিহাসিক রদবদল। ইস্ট-ওয়েস্ট করিডর চালু হলেও যাত্রীসংখ্যা এখনও আশানুরূপ নয়। ফলে পরিষেবা আরও উন্নত করতে এবং আর্থিক দিক সুরক্ষিত রাখতে বেসরকারি বিনিয়োগকারীদের টানতেই এই পদক্ষেপ, এমনটাই মনে করছেন পরিবহণ বিশেষজ্ঞদের একাংশ।

বউবাজার অংশকে জুড়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ পথে কবে পরিষেবা শুরু হবে, তা এখনও অনিশ্চিত। তার মধ্যেই মেট্রো পরিচালনার ভার বেসরকারি হাতে তুলে দেওয়া নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। এরপর যদি মেট্রো অপারেশনের দায়িত্বও বেসরকারি হাতে দেওয়া হয়, সেক্ষেত্রে ভাড়াবৃদ্ধিরও একটা আশঙ্কা রয়েছে।

দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড একটি স্বশাসিত সংস্থা। লাভ-ক্ষতির হিসেবের ভিত্তিতে তারা দেশের বিভিন্ন শহর ছাড়াও বিদেশি কিছু শহরে মেট্রো নির্মাণ ও পরিচালনা ক্ষেত্রের নানা সমস্যার সমাধান সংক্রান্ত পরিষেবা দিচ্ছে। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই কলকাতা মেট্রোর শীর্ষ কর্তাদের একাংশ বিষয়টি নিয়ে বিশেষ আগ্রহী। গতবছরই সবকটি মেট্রোর কর্মী ইউনিয়ন এ নিয়ে আপত্তি তোলায় বিষয়টি সাময়িক ভাবে থমকে যায়। কিন্তু ফের তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে মেট্রোসূত্রে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen