Punjab: পাঞ্জাবে অক্সিজেন সিলিন্ডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২, গুরুতর জখম ৩
ঘটনার পর পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা, সহকারী জেলা ম্যাজিস্ট্রেট (SDM) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য তদারকি করেন।
August 6, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১০: বুধবার সকালে পাঞ্জাবের মোহালি জেলার (Mohali) শিল্পাঞ্চলফেজ-৯-এ অবস্থিত একটি অক্সিজেন সিলিন্ডার (Oxygen Cylinder) উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে এবং ৩জন গুরুতর আহত।
বিস্ফোরণের প্রচণ্ড প্রভাবে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা, সহকারী জেলা ম্যাজিস্ট্রেট (SDM) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য তদারকি করেন।
আহতদের মোহালি সিভিল হাসপাতালে (Civil Hospital, Mohali) ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তিনজনই গুরুতরভাবে জখম এবং তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।