Yashwant Varma: সুপ্রিম কোর্টে ধাক্কা কলঙ্কিত বিচারপতি যশবন্ত বর্মার, রিট পিটিশন খারিজ
বেঞ্চ এও স্পষ্ট করেছে যে, যদি বিচারপতি বর্মার বিরুদ্ধে অপসারণ প্রক্রিয়া শুরু হয়, তাহলে তিনি সেখানে তার যুক্তি উপস্থাপন করতে পারবেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৫০: সুপ্রিম কোর্ট আজ এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) বিচারপতি যশবন্ত বর্মার রিট পিটিশন খারিজ করে দিয়েছে। এই রিটে তিনি ‘কেস-অ্যাট-হোম’ কেলেঙ্কারির (case-at-home scandal) বিষয়ে ইন-হাউস অনুসন্ধান (in-house inquiry) রিপোর্ট এবং তৎকালীন প্রধান বিচারপতি (CJI) সঞ্জীব খান্নার (Sanjiv Khanna) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে তার অপসারণের (removal) সুপারিশকে চ্যালেঞ্জ করেছিলেন।
বিচারপতি দীপঙ্কর দত্ত (Justice Dipankar Datta) এবং বিচারপতি এজি মাসিহের (Justice AG Masih) বেঞ্চ গত ৩০শে জুলাই রায় সংরক্ষণ (reserve judgment) করেছিলেন এবং আজ তা ঘোষণা করেন। রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, বিচারপতি বর্মা নিজেই ইন-হাউস অনুসন্ধানে অংশ নিয়েছিলেন এবং পরে সেই কমিটির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমন আচরণের পর তার রিট পিটিশন বিবেচনা করা যায় না।
তবে, বেঞ্চ এও স্পষ্ট করেছে যে, যদি বিচারপতি বর্মার বিরুদ্ধে অপসারণ প্রক্রিয়া (impeachment proceedings) শুরু হয়, তাহলে তিনি সেখানে তার যুক্তি উপস্থাপন করতে পারবেন। এই রায়ে সুপ্রিম কোর্ট মূলত ইন-হাউস অনুসন্ধান পদ্ধতির সাংবিধানিক বৈধতাকে (constitutional validity) সমর্থন জানিয়েছে।
বিচারপতি বর্মার পক্ষের আইনজীবীরা (lawyers) এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি।