‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে মন্ত্রীদের উপস্থিত থাকার নিদান মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির। উদ্দেশ তৃণমূলস্তরে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া।

August 12, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৫: রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির। উদ্দেশ তৃণমূলস্তরে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া। সোমবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী এই শিবির নিয়ে মন্ত্রীদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন। সূত্রের খবর, তিনি জানিয়েছেন এবার থেকে প্রতি সপ্তাহে অন্তত একবার করে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে যেতে হবে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের।

সব মিলিয়ে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে মন্ত্রীদের ভূমিকা ও কর্তব্য নির্দিষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলা হয়েছে, কর্মসূচির সময়ে ব্লকস্তরের সিদ্ধান্তগুলি তদারকি করতে জেলাশাসকের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে যোগাযোগ রাখতে হবে। প্রশাসনিকস্তরে কোনও জটিলতা বা সমস্যা হলে তা সমাধানের জন্য জেলাশাসকের সঙ্গে জোট বেঁধে কাজ করতে হবে।

এছাড়াও শিবির সংক্রান্ত সমস্ত কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে জেলাশাসকের সঙ্গে নিয়মিত পর্যালোচনা বৈঠক করতে হবে মন্ত্রীদের। বস্তুত আমজনতার এলাকাভিত্তিক সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী এই প্রকল্প শুরু করেছেন। ২ আগস্ট থেকে শুরু হয়েছে প্রকল্প বাস্তবায়নের কাজ। প্রশাসনের কর্তাদের মতে, এটি এক অনন্য মৌলিক উদ্যোগ। যা রাজ্যের নাগরিকদের শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দুতে সম্মানের সঙ্গে স্থান দেয়। এটি শুধু সরকারি কোনও প্রকল্প নয়, নাগরিক কেন্দ্রিক বিপ্লব। যেখানে মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে সরাসরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।

মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, সারা বাংলা জুড়ে চলমান ‘আমার পাড়া, আমার সমাধান’ প্রকল্পে ইতিমধ্যেই ৩০ লক্ষের বেশি মানুষ অংশ নিয়েছেন। মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ বিকেল ৪টা পর্যন্ত পাওয়া সরকারি তথ্য তুলে ধরেন তিনি।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রকল্পে মোট ৮০,৬৮১ বুথ কভার করা হবে। এখন পর্যন্ত কভার হয়েছে ১৪,২৬৫ বুথ। মোট ২৮,৭৫৩ ক্যাম্পের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ৫,৪২৮টি ক্যাম্প ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে।

এ পর্যন্ত আয়োজিত ক্যাম্পগুলোতে অংশ নিয়েছেন মোট ২৯,৫১,১৬৪ জন। প্রতি ক্যাম্পে গড়ে উপস্থিতি ৫৪৪ জন। প্রায়োরিটি ভিত্তিতে প্রকল্প বেছে নিয়েছেন ১,৩৬,৪১৫ জন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলার মানুষ আন্তরিকভাবে এই উদ্যোগে সাড়া দিয়েছেন। প্রকল্পের সাফল্যে তিনি গর্বিত।
দিনরাত পরিশ্রম করা সরকারি কর্মী ও আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন তিনি। বার্তা শেষ করেছেন— “জয় বাংলা” লিখে।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ আগস্ট থেকে শুরু হয় কর্মসূচি। তিনমাস ধরে বুথস্তরে চলবে প্রকল্প। এই প্রকল্পে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen