Loksabha-য় গৃহীত নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত ভর্মার ইম্পিচমেন্ট প্রস্তাব

চলতি বছরের মার্চে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির নয়া দিল্লির সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের সময় হিসেব বহির্ভূত নগদ অর্থ উদ্ধার হয়।

August 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৩: আজ, মঙ্গলবার, লোকসভায় (Lok Sabha) গৃহীত হয়েছে বিচারপতি যশবন্ত ভর্মার (Yashwant Varma) ইম্পিচমেন্ট প্রস্তাব। স্পিকার ওম বিড়লা এই প্রস্তাব গ্রহণ করেন। তিন সদস্যের একটি প্যানেল ঘোষণা করেছেন স্পিকার (Speaker)। চলতি বছরের মার্চে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির নয়া দিল্লির সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের সময় হিসেব বহির্ভূত নগদ অর্থ উদ্ধার হয়।

লোকসভায় (Lok Sobha), বিচারপতি ভর্মার (Yashwant Varma) বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রস্তাবে ১৪৬ জন সাংসদের স্বাক্ষরিত প্রস্তাব গৃহীত হয়। অধ্যক্ষের অনুমোদিত তিন সদস্যের প্যানেলে রয়েছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার, মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি মনিন্দর মোহন শ্রীবাস্তব এবং কর্নাটক হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট বিভি আচার্য।

তদন্ত কমিটির রিপোর্ট না-পাওয়া পর্যন্ত ইম্পিচমেন্ট প্রস্তাবটি বিচারাধীন থাকবে। তদন্তে বিচারপতি দোষী সাব্যস্ত হলে প্যানেলের রিপোর্টটি সংসদের সংশ্লিষ্ট কক্ষে গৃহীত হবে। তাপর ভোটাভুটির জন্য একটি প্রস্তাব রাখা হবে। উল্লেখ্য, ইম্পিচমেন্ট হল পদ থেকে অপসারণের সাংবিধানিক প্রক্রিয়া। বিচারপতি, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদাধিকারীদের এই প্রক্রিয়ার মাধ্যমে পদ থেকে অপসারিত করা হয়। এই প্রক্রিয়ায় আইনসভার দুই-তৃতীয়াংশ সদস্যদের অনুমোদন প্রয়োজন হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen