অন্য নায়িকার সঙ্গে প্রেম! বিচ্ছেদের পথে সইফ-করিনা?

মুবাশির লুকমানের দাবি, করিনা নাকি হাতেনাতে ধরে ফেলেছেন সইফকে অন্য এক নারীর সঙ্গে। এর পর থেকেই সম্পর্কে শুরু হয় ফাটল।

August 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: বলিউডের আলোচিত জুটি সইফ আলি খান ও করিনা কাপুর। এবার তাঁদের সংসারে নাকি ভাঙনের সুর। পাকিস্তানি সাংবাদিক মুবাশির লুকমানের দাবি, দাম্পত্য সম্পর্কে এসেছে গুরুতর সংকট। এই খবর ঘিরে তোলপাড় ইন্ডাস্ট্রির অন্দরে।

প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর করিনার সঙ্গে দীর্ঘ প্রেমপর্বের শেষে ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সইফ। দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়ে এতদিন সুখী দাম্পত্যের উদাহরণ হিসেবেই পরিচিত ছিলেন এই জুটি। তবে সাম্প্রতিক গুঞ্জন কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ভক্তদের।

মুবাশির লুকমানের দাবি, করিনা নাকি হাতেনাতে ধরে ফেলেছেন সইফকে অন্য এক নারীর সঙ্গে। এর পর থেকেই সম্পর্কে শুরু হয় ফাটল। আরও চাঞ্চল্যকর দাবি, সইফ কাতারে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন। কিন্তু করিনা দেশ ছেড়ে বিদেশে যেতে একেবারেই রাজি নন। বিষয়টি নিয়ে নাকি তীব্র মনোমালিন্য তৈরি হয়েছে তাঁদের মধ্যে।

কথায় আছে, “যা রটে, তার কিছুটা বটে”, তবে এই খবরটা পুরোপুরি মিথ্যা হোক, এমনটাই চাইছেন সইফ–করিনার ভক্তরা। চারদিকে এত বিচ্ছেদের মাঝে আবার এক জনপ্রিয় দম্পতির ভাঙন কেউই দেখতে চান না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen