বড়মার কাছে রংমিলান্তি দেব – শুভশ্রী
লাল পাঞ্জাবিতে দেব ও লাল শাড়ী পরিহিতা শুভশ্রীকে পাশাপাশি বসে খোশমেজাজে গল্প করতে দেখে বোঝা গেল, তাঁদের সব অভিমান এখন ধূলিসাৎ ধূমকেতুর টানে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪১: ‘ধূমকেতু’ মুক্তির আগে পাশাপাশি বসে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন দেব-শুভশ্রী! রং মিলিয়ে পরলেন পোশাকও। লাল পাঞ্জাবিতে দেব ও লাল শাড়ী পরিহিতা শুভশ্রীকে পাশাপাশি বসে খোশমেজাজে গল্প করতে দেখে বোঝা গেল, তাঁদের সব অভিমান এখন ধূলিসাৎ ধূমকেতুর টানে।
বড়মা-র পরণে লাল পাড় – হলুদ বেনারসি, ধূপ-ধুনোর ধোঁয়ায় আবছা মন্দির প্রাঙ্গন।ধূমকেতু ছবির সফলতার মনস্কামনা নিয়ে ছবির পরিচালক থেকে প্রযোজক, নায়ক-নায়িকা, আবহ সঙ্গীতকার সকলেই এসে উপস্থিত মায়ের কাছে। ভক্তিভরে অঞ্জলি দিয়ে, আরতি করে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নেন সকলে। পুরোহিত দেব-শুভশ্রীর কপালে এঁকে দেন সিঁদুরের মঙ্গলটিকা। পুরো বিষয়টি সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সাথেই ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক।
১৪ই আগস্ট মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির ছবি ধূমকেতু। মায়ের আশীর্বাদে ভক্তদের ‘ দেশু ‘ দীর্ঘ ১০ বছর পর আবার পর্দায় ম্যাজিক দেখাতে পারে কিনা সেটার জন্যই অধীর অপেক্ষায় সবাই