মহাকাশ থেকে দেশে ফিরে বিরল সম্মান, শুভাংশুকে নিয়ে সংসদে ‘বিশেষ আলোচনা’-র প্রস্তাব

এবার সংসদে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশুকে নিয়ে বিশেষ প্রস্তাব আনা হচ্ছে। এবার তাঁকে নিয়ে সংসদে বিশেষ প্রস্তাব আনা হচ্ছে।

August 17, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৪: প্রথম ভারতীয় মহাকাশচারী হিসাবে ১৮ দিনের মিশন শেষ করেছেন শুভাংশু শুক্লা। রবিবার তিনি দেশে ফিরেছেন। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু ফিরেই পাচ্ছেন বিরল সম্মান। এবার সংসদে তাঁকে নিয়ে বিশেষ প্রস্তাব আনা হচ্ছে। এবার তাঁকে নিয়ে সংসদে বিশেষ প্রস্তাব আনা হচ্ছে।

রবিবার সকালে দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং ইসরোর শীর্ষ কর্তারা। সোমবারই শুভাংশুর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী সোমবার ১৮ আগস্ট তাঁর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ২৩ আগস্ট জাতীয় মহাকাশ দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন শুভাংশু।

লোকসভার সূত্রে জানা গিয়েছে, সোমবার অধিবেশনের শুরুতেই শুভাংশুর মহাকাশযাত্রা এবং ভারতের মহাকাশ গবেষণার ভবিষ্যৎ নিয়ে বিশেষ আলোচনা হবে। প্রস্তাবের শিরোনাম, “প্রথম ভারতীয় মহাকাশচারীর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যাত্রা এবং বিকশিত ভারতের জন্য মহাকাশ গবেষণায় অবদান।” রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও এই আলোচনায় শাসক-বিরোধী সকলের ঐকমত্যের সম্ভাবনা রয়েছে।

উত্তরপ্রদেশের লখনৌয়ের বাসিন্দা শুভাংশু গত এক বছরে নাসা, অ্যাক্সিওম ও স্পেসএক্স-এর নানা কেন্দ্রে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। অ্যাক্সিওম-৪ মিশনের অংশ হয়ে তাঁর এই যাত্রা ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি ভারতের মহাকাশ অভিযানের জন্যও নতুন দিগন্ত খুলে দিয়েছে। সরকার চাইছে, গগনযান প্রকল্পেও তাঁর অভিজ্ঞতা কাজে লাগানো হোক।

উল্লেখ্য, ২৬ জুন ইতিহাস রচনা করেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। অক্সিয়ম-৪ মিশনের অংশ হিসেবে আরও তিন মহাকাশচারীর সঙ্গে তিনি পৌঁছেছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। সেখানে কয়েক দিন ধরে নানা গবেষণা চালান। নির্দিষ্ট মিশন শেষ হওয়ার পর শুরু হয় ফেরার প্রস্তুতি।

১৪ জুলাই ভোর ৪টা ৩৫ মিনিটে (ভারতীয় সময়) আইএসএস থেকে বিচ্ছিন্ন হয় ড্রাগন ক্যাপসুল। প্রায় ২২ ঘণ্টার সফর শেষে পৃথিবীতে ফিরে আসেন চার নভশ্চর। মহাকাশ থেকে ফেরা শুভাংশু দীর্ঘ সময় কাটিয়েছেন রিহ্যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen