অভিষেকেই সাফল্য, জামশেদপুরকে ২-০ গোলে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ডায়মন্ড হারবার
মোহনবাগান বা ইস্টবেঙ্গলের মতো শক্তিশালী দল যেখানে জামশেদপুরে গিয়ে জয়ের মুখ খুঁজে পায় না, সেখানে সহজ জয় পেল বাংলার দল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২৭: প্রথমবার ডুরান্ড কাপ খেলতে নেমেই ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার। জামশেদপুরকে তাদের ঘরের মাঠে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব।
মোহনবাগান বা ইস্টবেঙ্গলের মতো শক্তিশালী দল যেখানে জামশেদপুরে গিয়ে জয়ের মুখ খুঁজে পায় না, সেখানে সহজ জয় পেল বাংলার দল। এখন সেমিফাইনালে তারা মুখোমুখি হবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচের জয়ীর সঙ্গে।
কোয়ার্টার ফাইনালের নায়ক সেন্ট্রাল ব্যাক সাই রুয়াতকিমা। প্রথমার্ধে কর্নার থেকে ফেরত আসা বলে গোল করে এগিয়ে দেন দলকে। বিরতির ঠিক আগে আরও এক গোল করেন তিনি। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ডায়মন্ড হারবার।
পুরো ম্যাচে বল দখলে ছিল ভিকুনার ছেলেদের আধিপত্য। প্রায় ৬৫ শতাংশ সময় নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। জামশেদপুরে ইস্টবেঙ্গল থেকে আসা নিশু কুমার, ভিপি সুহের কিংবা জয়েশ রানেদের উপস্থিতি সত্ত্বেও গোলের মুখ খুলতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করেও ডায়মন্ড হারবারের রক্ষণ ভাঙতে পারেনি জামশেদপুর। গোলরক্ষক মিচু মিরশাদ বারবার দলের রক্ষাকবচ হয়ে উঠেছেন। খেলার শেষের দিকের সংযুক্তি সময়ে একবার জালের দেখা পেলেও গোল বাতিল করে দেন রেফারি। শেষ সুযোগ হাতছাড়া করে মাঠ ছাড়তে হয় তাদের। আর ডায়মন্ড হারবার তুলে নেয় দুর্দান্ত জয়।