জল জীবন মিশনে বকেয়া ২৫২৫ কোটি টাকা কেন্দ্রকে দ্রুত মেটানোর দাবি জানাল তৃণমূল

মঙ্গলবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিলের সঙ্গে দেখা করে ২৫২৫ কোটি টাকা অবিলম্বে মেটানোর দাবি তোলেন দলের সাংসদরা।

August 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Trinamool demands immediate payment of Rs 2,525 crore dues to the Jal Jeevan Mission from the Centre
Trinamool demands immediate payment of Rs 2,525 crore dues to the Jal Jeevan Mission from the Centre

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৮: জল জীবন মিশনের বকেয়া অর্থ নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিলের সঙ্গে দেখা করে ২৫২৫ কোটি টাকা অবিলম্বে মেটানোর দাবি তোলেন দলের সাংসদরা।

তৃণমূলের অভিযোগ, গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় বরাদ্দ ধীরে ধীরে কমতে কমতে কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে প্রকল্প চালাতে রাজ্যের উপর আর্থিক ও প্রশাসনিক চাপ বেড়েছে।

এদিন দলের সাংসদরা জানান, ২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় বাজেট ধরা হয়েছিল ৫০৫০ কোটি টাকা। কিন্তু এখন পর্যন্ত বরাদ্দ হয়েছে মাত্র অর্ধেক, অর্থাৎ ২৫২৫ কোটি। অন্যদিকে, রাজ্য সরকার এই প্রকল্পে খরচ করেছে ৪৯২৬ কোটি টাকা, যা নির্ধারিত অংশের (৪৫৫৭ কোটি) থেকে ২৪০১ কোটি বেশি।

তৃণমূলের দাবি, দ্রুত বকেয়া ২৫২৫ কোটি টাকা ছাড় করতে হবে। একইসঙ্গে ২০২৫-২৬ অর্থবর্ষের টাকাও সময়ে সময়ে রাজ্যকে দেওয়ার নিশ্চয়তা চেয়েছেন তাঁরা।

রাজ্যের পক্ষ থেকে বারবার অভিযোগ উঠেছে, রাজনৈতিক কারণে কেন্দ্র পশ্চিমবঙ্গকে প্রকল্পের প্রাপ্য অর্থ দিচ্ছে না। এবার সংসদীয় স্তরে সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে সেই দাবি তুলে ধরল তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen