Durand Cup 2025: ডার্বি জয়ের আনন্দ ফিকে! সেমিফাইনালে ডায়মন্ড হারবারের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিল ইস্টবেঙ্গল
আজ ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১৬: আজ ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি। সেই ম্যাচে ২-১ গোলে জয় পেলো ডায়মন্ড হারবার।ম্যাচের শুরু থেকেই দুই দল বেশ আক্রমণাত্মক ফুটবল খেলছিল। এইদিন ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গল কে নিজের পুরনো ছন্দে সেরকম ভাবে পাওয়া যাচ্ছিল না। বরঞ্চ ডায়মন্ড হারবার এফসি বেশ ভালই প্রতি আক্রমণে সুযোগ তৈরি করছিল। প্রথমার্ধে মাঝামাঝি সময় লাল হলুদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা একটি সহজ সুযোগ নষ্ট করেন। এর কিছুক্ষণ পরেই ডায়মন্ড হারবার এফসি একটি ভালো সুযোগ পেয়ে গেছিল গোল করার জন্য। বক্সের বাইরে থেকে সেই করা শট গোল পোস্টে লেগে ফিরে আসে। এরকমভাবে দুই দলই আক্রমণ প্রতি আক্রমণে খেলা চালিয়ে যাচ্ছিল। ৩০ মিনিটে মাথায় জল পানের বিরতির আগে লাল হলুদের ডিফেন্ডার আনোয়ার আলীর একটি জোরালো শট একটুর জন্য গোলপোস্টের পাশ থেকে চলে যায়। ওই বলটি যদি গোলে থাকতো তাহলে নিশ্চিত গোল ছিল। ম্যাচের ৩২ মিনিটের মাথায় লাল হলুদের সাইড ব্যাক লাল চুং নুংগা একটি হলুদ কার্ড দেখেন ফাউল করার জন্য।
প্রথমার্ধের শেষের দিকে লাল হলুদের আক্রমণ যেন ডায়মন্ড হারবার এফসি প্লেয়ারদের নাভিশ্বাস তুলে দিয়েছিল। একের পর এক আক্রমণ কিন্তু কিছুতেই গোল পাচ্ছিল না লাল হলুদ ব্রিগেড। প্রথমার্ধ শেষ হয়০-০গোলে।
প্রথমার্ধের শুরুতেই ৫৩ মিনিটের মাথায় একটি ওপেন গোল মিস করেন ডিমি। ম্যাচের ৬৫ মিনিটের মাথায় প্রথম গোল করেন ডায়মন্ড হারবারের সেন্টার ব্যাক কোটজার। ঠিক তার কিছু মুহূর্ত পরেই ৬৭ মিনিটে দূরপাল্লার শটে গোল করে লাল হলুদের সেন্টার ব্যাক আনোয়ার আলী। এরপর ইস্টবেঙ্গল বহু আক্রমণ করে। ম্যাচের ৭৮ মিনিটের মাথায় লাল হলুদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েলের একটি করা শট আবারও পোস্টে লাগে। ম্যাচের ৮২ মিনিটের মাথায় স্কোর লাইন ২-১ করেন জবি জাস্টিন। এরপর ইস্টবেঙ্গল আর গোল করতে পারেনি।
ডুরান্ড কাপের ফাইনালে ডায়মন্ড হারবারের মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব।