Project 75 India: জার্মানির সঙ্গে সাবমেরিন চুক্তি ভারতের
সাবমেরিনগুলিকে টানা প্রায় তিন সপ্তাহ পর্যন্ত জলের নিচে থাকতে সক্ষম করবে, যা তাদের লুকোনোর ক্ষমতা এবং কার্যকরিতা অনেকগুণ বাড়িয়ে দেবে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.২০: ভারতীয় নৌবাহিনীর জন্য ছ’টি অত্যাধুনিক ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন (submarine) নির্মাণের প্রকল্প P-75I-এ (Project 75 India) বড় অগ্রগতি হিসেবে প্রায় ছ’মাস অনিশ্চয়তার পর শেষ পর্যন্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রক মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেডকে (MDL) জার্মানির থাইসেনক্রুপ মেরিন সিস্টেমসের (TKMS) সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরুর ছাড়পত্র দিয়েছে।
জানুয়ারি মাসে, রাষ্ট্রীয় মালিকানাধীন MDL-কে এই প্রকল্পের ‘স্ট্র্যাটেজিক পার্টনার’ হিসেবে বেছে নেওয়া হয়।
এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এতে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন (AIP) সিস্টেম যুক্ত থাকবে। জার্মানির এই অত্যাধুনিক AIP প্রযুক্তি সাবমেরিনগুলিকে টানা প্রায় তিন সপ্তাহ পর্যন্ত জলের নিচে থাকতে সক্ষম করবে, যা তাদের লুকোনোর ক্ষমতা এবং কার্যকরিতা অনেকগুণ বাড়িয়ে দেবে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল ভারতের নিজস্ব সাবমেরিন নির্মাণ ক্ষমতা বৃদ্ধি করা এবং আমদানির ওপর নির্ভরতা কমানো।
প্রতিরক্ষা মন্ত্রক এবং ভারতীয় নৌবাহিনীর লক্ষ্য এখন আগামী ছ’মাসের মধ্যে TKMS-এর সঙ্গে সব আলোচনা সম্পন্ন করে চূড়ান্ত সরকারি অনুমোদনের জন্য এগনো। চীনের নৌবাহিনী দ্রুতগতিতে আধুনিকীকরণ করছে এবং ভারত মহাসাগরে তাদের উপস্থিতি বাড়াচ্ছে, অন্যদিকে পাকিস্তানও তাদের সাবমেরিনবহর শক্তিশালী করছে – এই পটভূমিতেই এই উচ্চস্তরের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে দেশের সাবমেরিনবহরের ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।