অপর্ণা সেনের প্রেমে পড়েই বড় সিদ্ধান্ত কমল হাসানের! কোন সত্য প্রকাশ্যে আনলেন মেয়ে শ্রুতি?

Kamal Haasan, Bengali, Aparna Sen, says Shruti Haasan,

August 26, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৬: দক্ষিণী সুপারস্টার কমল হাসানের জীবনের এক অজানা অধ্যায় সামনে আনলেন তাঁর মেয়ে শ্রুতি হাসান  (Shruti Haasan)। জানালেন, সিনেমার প্রয়োজনে নয়, বরং অভিনেত্রী অপর্ণা সেনের প্রেমে পড়েই বাংলা শিখেছিলেন তাঁর বাবা।

ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রুতি বলেন, “আমার বাবা অনেক ভাষা জানেন, আমিও জানি। কিন্তু খুব কম মানুষ জানেন যে বাবা বেশ ভালো বাংলাও বলতে পারেন। আর সেটা শুধুমাত্র অভিনেত্রী অপর্ণা সেনের জন্যই।”

শ্রুতি আরও জানান, যদিও কমল হাসান (Kamal Haasan) বাংলা ছবিতে অভিনয় করেছিলেন, তাঁর বাংলা শেখার আসল কারণ ছিল না সিনেমা। বরং অপর্ণা সেনের (Aparna Sen) প্রেমেই তিনি দ্রুত বাংলা রপ্ত করেছিলেন। মেয়ে জানান, বাবার প্রেম এতটাই প্রবল ছিল যে হে রাম ছবিতে রানি মুখোপাধ্যায়ের চরিত্রের নাম তিনি রাখেন ‘অপর্ণা’। চরিত্রটি ছিল একজন বাঙালি মহিলার, আর এই নামকরণের পেছনে ছিল অপর্ণা সেনের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা।

দক্ষিণী ও হিন্দি সিনেমার পাশাপাশি বাংলা ছবিতেও অভিনয় করে দর্শকের মন জিতেছিলেন কমল হাসান। তাঁর অভিনীত কবিতা ছবিটি একসময় বক্স অফিসে সুপারহিট হয়েছিল। তবে সেই সময় শুধুই বাংলা ছবিতে নয়, অভিনেত্রী অপর্ণা সেনের প্রতিও আকৃষ্ট হয়েছিলেন তিনি। অপর্ণার মন জয়ের জন্যই বাংলা ভাষা শেখার সিদ্ধান্ত নিয়েছিলেন কমল হাসান। এই তথ্য সামনে আসতেই সিনেমাপ্রেমীরা নতুন করে চর্চায় মেতেছেন কমল হাসান ও অপর্ণা সেনকে ঘিরে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen