ফের ধস হিমাচলে, ইরাবতীর তোড়ে ভেসে গেল গোটা গ্রাম, মৃত অন্তত চার
নাগাড়ে বৃষ্টির জেরে নদীর জল বেড়েছে। ইরাবতী নদীর জলে সম্পূর্ণ ডুবে রয়েছে ভারমৌর বিধানসভা এলাকার সালোন গ্রাম।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৬: এবার ফের ধস নামল হিমাচল প্রদেশে। বৃহস্পতিবার চাম্বা জেলার গোটা একটা গ্রাম ইরাবতী নদীর জলে ভেসে গিয়েছে। বাসন্ধন গ্রামে চাপা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। মেহলায় অন্য একটি ধসে দুই মহিলার মৃত্যু হয়েছে। আরও দুই বাসিন্দার সন্ধান পাওয়া যাচ্ছে না।
নাগাড়ে বৃষ্টির জেরে নদীর জল বেড়েছে। ইরাবতী নদীর জলে সম্পূর্ণ ডুবে রয়েছে ভারমৌর বিধানসভা এলাকার সালোন গ্রাম। স্থানীয়দের মতে, গত তিন দশকে ইরাবতী নদীর এত ভয়ঙ্কর রূপ কখনও দেখা যায়নি।
সরকারি সূত্রে খবর, গত ২০ জুন থেকে হিমাচলজুড়ে বৃষ্টিপাতের জেরে অন্তত ১৫৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৩৮ জন। হিমাচল প্রদেশে এখনও পর্যন্ত ৯০টি আকস্মিক বন্যা, ৪২টি মেঘ ভাঙা বৃষ্টি এবং ৮৫টি বড় ধসের খবর পাওয়া গিয়েছে। সব মিলিয়ে ২,৬০০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে। চাম্বা জেলাতেই ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। হিমাচলের ১০ জেলায় প্রায় ৫৮৪ রাস্তা এখনও বন্ধ। চাম্বা এবং মানালির কিছু অংশে মোবাইল পরিষেবা নেই। আবহাওয়া দপ্তর, আগস্ট মাসের শেষ পর্যন্ত হলুদ সতর্কতা জারি করেছে।