BWF World Championships: পিছিয়ে পড়েও কামব্যাক, কোয়ার্টারে সাত্ত্বিক-চিরাগ
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার দিনটা ছিল ভারতের। একের পর এক ম্যাচে জয়ের ধারা ধরে রাখলেন দেশের শীর্ষ খেলোয়াড়েরা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:১৫: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার দিনটা ছিল ভারতের। একের পর এক ম্যাচে জয়ের ধারা ধরে রাখলেন দেশের শীর্ষ খেলোয়াড়েরা। মিক্সড ডবলসে ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্টো শুরুতে পিছিয়ে পড়েও ম্যাচ ঘুরিয়ে দেন। মহিলাদের সিঙ্গলসে পিভি সিন্ধু সহজেই হারিয়ে দেন চিনা প্রতিপক্ষকে। আর দিনের সেরা লড়াইটা আসে পুরুষদের ডবলসে, যেখানে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি দুরন্ত কামব্যাক করে জায়গা করে নিলেন কোয়ার্টার ফাইনালে।
ষষ্ঠ বাছাই চীনা জুটি লিয়াং ওয়েই কেং ও ওয়াং চাংয়ের বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়েছিলেন নবম বাছাই সাত্ত্বিক-চিরাগ। চোটের কারণে দীর্ঘদিন কোর্টের বাইরে থাকায় শুরুতে সমন্বয়ের ঘাটতি চোখে পড়ছিল। তার সুযোগ নিয়েই প্রথম গেমে এগিয়ে যান চীনা খেলোয়াড়েরা। লড়াই করেও শেষ পর্যন্ত ১৯-২১ গেমটা হারতে হয় ভারতীয় জুটিকে।
কিন্তু দ্বিতীয় গেম থেকেই দৃশ্যপট পাল্টে যায়। পুরনো ছন্দে ফেরেন সাত্ত্বিক-চিরাগ। ধারাবাহিক আক্রমণ, দ্রুত র্যালি আর দারুণ বোঝাপড়ায় মুহূর্তের মধ্যে ব্যবধান তৈরি করে ফেলেন তাঁরা। ১১-২ ব্যবধানে এগিয়ে গিয়ে কার্যত ম্যাচে দাপট দেখান। শেষ পর্যন্ত ২১-১৫ পয়েন্টে গেম জিতে সমতা ফেরান ভারতীয়রা।
তৃতীয় গেমটা ছিল আসল লড়াই। এক সময় এগিয়ে যাচ্ছেন ভারতীয় জুটি, পর মুহূর্তেই ফিরে আসছেন চীনারা। সমানে সমান লড়াই চলতে থাকে। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে চাপে পড়ে ভুল করতে শুরু করেন প্রতিপক্ষ। সুযোগটা কাজে লাগিয়ে ২১-১৭ গেম জিতে নেন সাত্ত্বিক-চিরাগ। ফলে ২-১ সেটে ম্যাচ পকেটে পুরে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করলেন ভারতীয় তারকারা।