ফের ওড়িশায় আক্রান্ত বাঙালি শ্রমিক – অকথ্য নির্যাতনের শিকার বাংলার ৮ পরিযায়ী

ক রাজ্যের মানুষ অন্য রাজ্যে গিয়ে কাজ করবেন, এটাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো। অথচ বাংলার শ্রমিকদের কোনও নিরাপত্তা দিতে পারছে না কেন্দ্র

August 29, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.০০: ওড়িশার ভুবনেশ্বরে ফের বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগ উঠেছে। বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের ৮ জন শ্রমিককে রাতভর বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় সাতজনকে ভুবনেশ্বর এইমস হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একজন শ্রমিক মুর্শিদাবাদে (Murshidabad) ফিরে এসে বর্তমানে লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্রের খবর, মুর্শিদাবাদের ফরাক্কা, লালগোলা ও ভগবানগোলা থানার আট শ্রমিক সম্প্রতি কাজের সন্ধানে ভুবনেশ্বরের (Bhubaneswar) মহাবীরনগরে গিয়েছিলেন। গত ২৪ আগস্ট রাতে কাজ শেষে ঘুমিয়ে পড়ার পর স্থানীয় একদল বাসিন্দা তাঁদের উপর হামলা চালায়। শ্রমিকদের অভিযোগ, রাত সাড়ে ১২টা থেকে ভোর চারটে পর্যন্ত বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে পেটানো হয়। এমনকি তাঁদের মোবাইল ফোন, আধার কার্ড, ভোটার কার্ড ও নগদ প্রায় চার হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

অভিযোগ উঠেছে, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে শ্রমিকদের রাজ্য ছেড়ে চলে যেতে চাপ দেয়। তবে পরে আহত শ্রমিকদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর জখম আবদুল আলিম জানান, “বাংলাদেশি সন্দেহে অকথ্য নির্যাতন শুরু হয়। আমরা বাঁচার চেষ্টা করলেও প্রচণ্ড মারধর করা হয়।”

আর‌ও পড়ুন: BJP রাজ্যে বাঙালি হেনস্তা: ওড়িশা সরকারের হলফনামা তলব কলকাতা হাইকোর্টের

এই ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম বলেন, “কেন্দ্রে বিজেপি সরকার থাকলে এই ধরনের অত্যাচার বন্ধ হবে কি না সন্দেহ। এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে গিয়ে কাজ করবেন, এটাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো। অথচ বাংলার শ্রমিকদের কোনও নিরাপত্তা দিতে পারছে না কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করছি।” ভগবানগোলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকারের অভিযোগ, “এসআইআর-সহ নানা ইস্যুতে বাংলাকে কোণঠাসা করতে চাইছে বিজেপি। তাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা চলছে।”

ওড়িশায় এর আগেও বাংলার শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছিল। ফের একই অভিযোগে উত্তপ্ত রাজনীতি।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen