প্রদেশ কংগ্রেস দপ্তরে তাণ্ডব BJP সমর্থকদের, দায়ের FIR

অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিংহ ও প্রতীক পান্ডের নেতৃত্বে দলীয় পতাকা হাতে বিধান ভবনে ঢুকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবিতে কালি মাখানো হয়

August 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২৩:১২: প্রকাশ্যে ঘোষণা করেই শুক্রবার সকাল সওয়া ১১টা নাগাদ প্রদেশ কংগ্রেস (Pradesh Congress) দপ্তরে তাণ্ডব চালাল এক দল বিজেপি (BJP) সমর্থক। অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিংহ ও প্রতীক পান্ডের নেতৃত্বে দলীয় পতাকা হাতে বিধান ভবনে ঢুকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবিতে কালি মাখানো হয়, পরে আগুন ধরানো হয় পোস্টার ও পতাকায়। ঘটনার আগে ফেসবুক লাইভে এসে রাকেশ সিংহ বলেন, ‘‘আজ যা হবে, তার পর গোটা দেশে কংগ্রেসিদের বিরুদ্ধে এই রকম বিরোধিতা দেখা যাবে।’’

ঘটনাস্থলে সেই সময়ে বিশেষ কেউ উপস্থিত না থাকলেও ভাঙচুর শেষে গেটের বাইরে গিয়েই ফের ছবি ও পতাকা পোড়ায় বিজেপি কর্মীরা। ঘটনার পর কংগ্রেস নেতৃত্ব এন্টালি থানায় এফআইআর (FIR) দায়ের করেছেন। রাকেশ ও প্রতীকের বিরুদ্ধে নাম উল্লেখ করে অভিযোগও জমা পড়েছে। পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে ইমেল পাঠিয়ে সাক্ষাতের সময় চেয়েছে কংগ্রেস। প্রদেশ নেতৃত্বের দাবি, পুলিশ আশ্বাস দিয়েছে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, দপ্তরে হামলার প্রতিবাদে শুক্রবার মৌলালি মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস কর্মীরা। শনিবার বিধান ভবন থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen