কংগ্রেসের দপ্তরে হামলা: গ্রেপ্তার রাকেশ সিংয়ের ছেলে, আড়াল থেকে পুলিশকে হুমকি BJP নেতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫৫: প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হলেন বিজেপি নেতা রাকেশ সিংয়ের ছেলে শিবম সিং (Shivam Singh)। সোমবার সকালে এন্টালি থানার পুলিশ (Police) তাকে আটক করে। গত শুক্রবার কংগ্রেস দপ্তরে (congress office) হামলার অভিযোগ ওঠে রাকেশ সিং ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। সেই মামলায় একাধিক অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হলেও, রাকেশ এখনও পলাতক।
পুলিশ সূত্রে খবর, হামলার দিন রাকেশ যে গাড়ি ব্যবহার করেছিলেন সেটি শিবমের নামে। সেই গাড়ি ঘিরেই শুরু হয় জেরা। তদন্তকারীদের প্রশ্নে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় অবশেষে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে পরিবারের অভিযোগ, বাবাকে না পেয়ে ছেলেকেই আটক করা হল।
গ্রেপ্তারের পরই আড়াল থেকে একটি ভিডিও বার্তা দেন রাকেশ সিং (rakesh singh)। সেখানে সরাসরি হুমকি শোনা যায় কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাকে (Manoj Kumar Verma) উদ্দেশ করে। রাকেশের দাবি, “আমার ছেলের কিছু হলে দায়ী থাকবেন সিপি।” ভিডিওতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন।
এ ঘটনায় চাপে পড়েছে রাজ্য বিজেপি (bjp)। অভিযুক্ত নেতার পাশে দাঁড়াতে নারাজ দলের শীর্ষ নেতৃত্ব। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) আগেই জানিয়ে দিয়েছেন, কোনও রাজনৈতিক দলের পতাকায় আগুন দেওয়া বা অফিস ভাঙচুরকে সমর্থন করে না বিজেপি।