জম্মু-কাশ্মীরের কুলগাঁওয়ে গুলির লড়াই, নিহত এক জঙ্গি, আহত তিন জওয়ান

September 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩৭: সোমবার সকালে জম্মু-কাশ্মীরের কুলগাঁওয়ে (Jammu and Kashmir’s Kulgam) নিরাপত্তাবাহিনীর জওয়ানদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। গুলির লড়াইয়ে তিন জওয়ান জখম হয়েছেন। এখনও পর্যন্ত এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ওই এলাকায় আরও কেউ লুকিয়ে রয়েছে কি-না খুঁজতে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তাবাহিনী জঙ্গিদের খোঁজে সোমবার ভোরে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার গুদারের জঙ্গলে অভিযান শুরু করে। হঠাৎই সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালান জওয়ানরাও। তাতেই এক জঙ্গির মৃত্যু হয়। জানা গিয়েছে, গুরুতর জখম হয়েছেন তিন জওয়ান। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

পহেলগাঁও কাণ্ডের পর থেকেই জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর নজরদারি বাড়িয়েছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। কোথাও জঙ্গিরা লুকিয়ে রয়েছে কি না, তা খুঁজতে উপত্যকার বিভিন্ন এলাকায় দফায় দফায় অভিযান চালানো হচ্ছে। জুলাইয়ে শ্রীনগরে ‘অপারেশন মহাদেব’-এ পহেলগাঁও হামলায় জড়িত তিন জঙ্গিকে নিধন করা হয়েছে। আগস্টের শুরুতে কুলগাঁওয়ের অখল জঙ্গলে ‘অপারেশন অখল’ শুরু করে ভারতীয় সেনা। সেই অভিযানে মৃত্যু হয় ছয় জঙ্গির। এবার আরও এক জঙ্গির মৃত্যু হল। এখনও তল্লাশি অভিযান চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen