পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাতে বিশ্বকর্মা পুজোয় রাজ্যে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোয় (Vishwakarma Puja) ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার নবান্ন (Nabanna) থেকে বিজ্ঞপ্তি জারি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) নিজের X হ্যান্ডেলে ছুটির কথা জানান। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত মূলত পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাতেই নেওয়া হয়েছে।
সম্প্রতি ভিনরাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্তার অভিযোগ সামনে এসেছে। সেই ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে রাজ্য ইতিমধ্যেই চালু করেছে ‘শ্রমশ্রী’ প্রকল্প। এর আওতায় ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকরা যতদিন কাজ না পান, ততদিন তাঁরা মাসে ৫ হাজার টাকা ভাতা পাবেন। পাশাপাশি স্বাস্থ্যসাথী-সহ অন্যান্য পরিষেবামূলক প্রকল্পের সুবিধাও পাবেন। এবার সেই শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোর দিন সরকারি ছুটি ঘোষণা করলেন মমতা।
বর্তমানে উত্তরবঙ্গ (North Bengal) সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার জলপাইগুড়িতে একাধিক প্রকল্পের ঘোষণা করেন তিনি। জানান, আলিপুরদুয়ারের লঙ্কাপাড়া চা বাগানের ১,১০৬ পরিবারের হাতে চা সুন্দরী প্রকল্পে নির্মিত বাড়ির কাগজ তুলে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার মিলিয়ে প্রায় ৪ হাজার বাড়ি ইতিমধ্যেই তৈরি হয়েছে। চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে আরও প্রায় ২২ হাজার বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এদিনই চা বাগান শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাস ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, রূপশ্রী-সহ নানা প্রকল্পের সুবিধা ১ লক্ষ ৫৫ হাজার মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। ধর্মীয় পর্যটনকেও গুরুত্ব দিয়ে দেবী চৌধুরানি থেকে জল্পেশ মন্দির পর্যন্ত নতুন ট্যুরিজম সার্কিট গড়ার পরিকল্পনার কথাও জানান তিনি।