ধর্ষক, জঙ্গি, খুনি – নেপালের জেল থেকে পালাল ১৫ হাজার অপরাধী, ভারতে প্রবেশের চেষ্টা?

September 11, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫১: সরকারহীন নেপালে (Nepal) চূড়ান্ত আরাজকতা। রাস্তায় চলছে লুটপাট, ব্যাঙ্ক ডাকাতি থেকে শুরু করে শিল্পপতি ও নেতাদের বাড়ি নিশানা করছে দুষ্কৃতীরা। এর মধ্যেই ভয়ঙ্কর খবর-দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়েছে প্রায় ১৫ হাজার দাগি অপরাধী। আশঙ্কা, তাদের অনেকেই এবার ভারতে ঢোকার চেষ্টা করছে।

বুধবার উত্তরপ্রদেশের (Uttarpradesh) সিদ্ধার্থনগর জেলায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। স্থানীয় পুলিশের দাবি, ধৃতরা নেপালের জেল থেকে পালিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। সীমান্ত এলাকায় তাই নিরাপত্তা আরও কড়াকড়ি করা হয়েছে।

সূত্রে খবর, কাঠমান্ডুর (Kathmandu) দিল্লিবাজার কারাগার ছাড়াও চিতওয়ান, নখু, ঝুমকা এবং জলেশ্বরের একাধিক জেল ভেঙে কয়েদিরা পালিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে নাবালক সংশোধনাগারেও অশান্তি ছড়ায়। পালানোর চেষ্টা করলে সেনার গুলিতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে, আহত সাত। নৌবস্তা জেলের প্রধান জলন্ধর মুসাল জানিয়েছেন, কিশোর বন্দিরা গেট ভাঙতে গেলে গুলি চালাতে বাধ্য হয় সেনা।

‘জেন জি’ আন্দোলনের (Gen-Z protests) জেরে নেপালে একের পর এক হিংসার ঘটনা ঘটছে। সোমবার থেকে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে তরুণ প্রজন্ম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি করায় ক্ষোভ আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেল ৫টা থেকে দেশজুড়ে কারফিউ জারি করেছে সেনা।

প্রসঙ্গত, কেপি শর্মা ওলি (KP Sharma Oli) সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারের অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল। আন্দোলনের চাপের মুখে মঙ্গলবারই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রীর গদি ছাড়লেও দেশজুড়ে অস্থিরতা কমেনি, বরং ছড়িয়ে পড়েছে আরও। নেপাল থেকে অপরাধীদের ভারতে অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে এখন বাড়ছে আতঙ্ক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen