দীর্ঘ নীরবতার পর আবেগের বিস্ফোরণ! মনোজকে দেখে এ কী করলেন অনুরাগরা?

September 11, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৩৩: মুম্বইয়ে ‘জুগনুমা’-র প্রিমিয়ারে ঘটল এক অভিনব ঘটনা। লাল গালিচায় দাঁড়িয়ে ছবির কথা বলছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। হঠাৎই পরিচালক অনুরাগ কাশ্যপ এবং দুই অভিনেতা বিজয় বর্মা ও জয়দীপ অহলাওয়ত মশকরা শুরু করেন। আলোকচিত্রশিল্পীদের সামনেই তাঁরা মনোজের পা জড়িয়ে ধরে মাটিতে বসে পড়েন। যেন তিন তারকা একসঙ্গে তাঁকে গুরুপ্রণাম করছেন!

অপ্রস্তুত মনোজ বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও বন্ধুরা কিছুতেই ছাড়লেন না। তাঁর বিস্মিত মুখভঙ্গি আর চারপাশের হাসি-ঠাট্টা মুহূর্তেই জমিয়ে তোলে পরিবেশ।

https://www.instagram.com/reel/DObihYAD20o/?utm_source=ig_embed&ig_rid=d524d340-3279-44f2-9328-a8b5390117a8

ভিডিওটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, মুহূর্তে ভাইরাল। নেটিজেনদের আড্ডায় এখন সেই দৃশ্যই আলোচনার কেন্দ্রে। (যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।)

উল্লেখ্য, শুক্রবারই মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর নতুন ছবি ‘জুগনুমা’। প্রিমিয়ারেই এমন খুনসুটি দেখে দর্শক ও অনুরাগীরা ছবির জন্য আরও বেশি উচ্ছ্বসিত হয়ে উঠেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen