ডিসেম্বরে ভারত সফরে পুতিন, মোদীর সঙ্গে বৈঠকে উঠে আসতে পারে কোন কোন ইস্যু?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪০: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শুল্কযুদ্ধের মধ্যে আগামী ৫ ডিসেম্বর ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে বৈঠক করবেন। বিশেষজ্ঞরা মনে করছেন, বৈঠকের মূল উদ্দেশ্য মার্কিন প্রেসিডেন্টের চাপ মোকাবিলায় দুই দেশের কৌশলগত সমঝোতা।
সূত্রের খবর, বৈঠকে শুধু শুল্ক (Tariff) বিষয় নয়, বাণিজ্য, প্রতিরক্ষা ও দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এই সফর ও বৈঠক দীর্ঘ প্রস্তুতির অংশ। গত আগস্টে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মস্কো সফরে গিয়েছিলেন, তখনই এই বৈঠকের খবর শোনা যায়। এছাড়া সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে মোদী ও পুতিনের সাক্ষাতের পরও এই সফরের পরিকল্পনা ত্বরান্বিত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের চাপ এবং শুল্কবাণের মধ্যে ভারতের জন্য পুতিনের ভারত সফর কূটনৈতিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ ঘটনা। ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তি এখনও সম্পন্ন হয়নি এবং রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর মার্কিন চাপ বাড়ছে। এই প্রেক্ষাপটে দুই ‘বন্ধু’ রাষ্ট্রপ্রধানের বৈঠক দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।