ICU-তে অগ্নিকাণ্ড! রাজস্থানের হাসপাতালে আগুনে ঝলসে মৃত্যু ছয় রোগীর

October 6, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪৫: রবিবার রাতে আগুন লাগে রাজস্থানের জয়পুরের এক হাসপাতালে। জানা যাচ্ছে, আগুনের জেরে ওই সময় ICU-তে চিকিৎসাধীন অন্তত ছ’জন রোগীর মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। দমকলের দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

 

রবিবার গভীররাতে জয়পুরের সাওয়াই মান সিংহ হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে আগুন লেগে যায়। জানা গিয়েছে, ওই সময়ে হাসপাতালের নিউরো আইসিইউ বিভাগে ১১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। একটি গুদামে প্রথম আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে আইসিইউ-তে। অগ্নিকাণ্ডে মোট ছ’জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চার জন পুরুষ এবং দু’জন মহিলা। মৃতেরা হলেন সিকরের বাসিন্দা পিন্টু, জয়পুরের দিলীপ, ভরতপুরের বাসিন্দা শ্রীনাথ, রুক্মিণী ও খুরমা এবং জয়পুরের সাঙ্গনারের এলাকার বাসিন্দা বাহাদুর। বাকিদের আইসিইউ থেকে বার করে আনা সম্ভব হয়েছে বলে খবর মিলেছে।

 

রোগীদের আত্মীয়দের অভিযোগ, জ্বলন্ত আইসিইউ-তে রোগীদের রেখেই হাসপাতালের কর্মীরা পালিয়ে গিয়েছিলেন। উদ্ধারের চেষ্টা করা হয়নি। সহযোগিতা না করার অভিযোগ উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen