North Bengal Floods: নিরলসভাবে কাজ করছে প্রশাসন, আজই শুরু সেতু মেরামতি, জানালেন মমতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৩: শনিবার রাতভর বৃষ্টির জেরে দার্জিলিঙের বিভিন্ন এলাকায় ধস নামে। জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলে। বহু রাস্তা ধসের জেরে বন্ধ। ভেঙে গিয়েছে সেতু। সোমবার হাসিমারায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন দুর্গতদের সঙ্গে। রবিবার থেকেই তিনি পরিস্থিতির দিকে নজরদারি চালাচ্ছেন। তদারকি করছেন উদ্ধারকাজে। আজ, মঙ্গলবার তিনি মিরিকে যাবেন। এদিন সমাজ মাধ্যমে পোস্ট করে উদ্ধারকাজের অগ্রগতি সম্পর্কেও জানান তিনি।
X হ্যান্ডেলে মমতা লেখেন, “জলপাইগুড়িতে, জেলা সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্তারা, এসডিও এবং বিডিও-দের সঙ্গে, ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ সরবরাহের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। আজ, ক্ষতিগ্রস্ত সেতুগুলির নির্মাণ কাজও শুরু হবে যাতে অনতিবিলম্বে যোগাযোগ ব্যবস্থা পুনরায় স্থাপন করা যায়।”
তিনি আরও লিখছেন, “প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের প্রতিটি শাখাকে একত্রিত করে একক উদ্দেশ্যে সামিল করা হয়েছে। যদিও প্রকৃতির রোষের কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কোনও পরিবার যাতে বঞ্চিত বোধ না করে এবং কোনও ব্যক্তি যাতে অসহায়তা অনুভব না করে, তা নিশ্চিত করাই আমাদের সম্মিলিত সংকল্প। আমি নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সহানুভূতি, দ্রুততার সঙ্গে প্রতিটি প্রয়োজনীয় পদক্ষেপ করব।”