হরিয়ানার পর এবার তেলঙ্গানা, উদ্ধার আরও এক পুলিশকর্মীর মৃতদেহ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: হরিয়ানা পুলিশের অতিরিক্ত ডিজি (Haryana ADG death) ওয়াই পূরণ কুমারের মৃত্যু নিয়ে উত্তাল গোটা দেশ। এর মাঝেই শনিবার তেলঙ্গানায় আরও এক পুলিশকর্মীর দেহ উদ্ধার হল। নিজের বাড়ি থেকে ওই পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত পুলিশকর্মীর নাম সত্যনারায়ণ।
শনিবার বিকেলে মৃত পুলিশকর্মীর পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তেলঙ্গানার সূর্যপেটের বাসিন্দা ছিলেন সত্যনারায়ণ। তিনি পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চ-র অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (ASI) পদে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। মনে করা হচ্ছে, সেই কারণেই আত্মঘাতী হন সত্যনারায়ণ।
উল্লেখ্য, গত মঙ্গলবার হরিয়ানার চণ্ডীগড়ে নিজের বাড়ি থেকে এডিজি ওয়াই পূরণ কুমারের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। একটি সুইসাইড নোটও লিখে গিয়েছেন তিনি। সে’রাজ্যে ডিজি শত্রুজিৎ কপূর ও রোহতকের পুলিশ সুপার নরেন্দ্র বিজার্নিয়া সহ ১৬ জন আমলা এবং আইপিএসের বিরুদ্ধে লাগাতার হেনস্থা এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছেন আত্মঘাতী পুলিশকর্মী। যা নিয়ে তোলপাড় চলছে ইতিমধ্যেই। তারপর আরও এক পুলিশকর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় ফের নানান জল্পনা ছড়াচ্ছে।