তামিলনাড়ুতে নিষিদ্ধ হতে পারে হিন্দি, কী বিল আনছেন স্ট্যালিন?

October 15, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৭:০০: তামিলনাড়ুতে পুরোপুরি নিষিদ্ধ করা হতে পারে হিন্দি। সে’রাজ্যে কোনও হোর্ডিং, কোনও সাইন বোর্ড, সিনেমা এমনকী গানেও হিন্দি ভাষা ব্যবহার করা যাবে না। একাধিক সংবাদ মাধ্যমের দাবি, বিল আনতে চলেছে ডিএমকে সরকার।

হিন্দি আগ্রাসন রুখতে মুখ্যমন্ত্রী স্ট্যালিন নয়া বিল আনার কথা ভেবেছেন। স্ট্যালিনের পদক্ষেপের বিরুদ্ধেও সওয়াল উঠছে। নির্দিষ্ট কোনও ভাষাকে কার্যত নিষিদ্ধ ঘোষণা করে দেওয়াটা আদৌ সংবিধান সম্মত কি-না, উঠছে প্রশ্ন। ডিএমকের দাবি, বিলে সংবিধান বিরোধী কিছু থাকবে না। ডিএমকের শীর্ষ নেতাদের মতে, সংবিধানের আওতায় থেকে সব সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপি অবশ্য এখন থেকেই সম্ভাব্য বিলের বিরুদ্ধে তোপ দেগেছে।

হিন্দির সঙ্গে অন্যান্য ভাষার দ্বন্দ্ব আজকের নয়। পেরিয়ার-আন্নাদুরাইয়ের আমল থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলি হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে। কেন্দ্রের ত্রিভাষা নীতিকে কাঠগড়ায় তুলে তামিলনাড়ু হিন্দি বিরোধিতায় নেমেছেন। অহিন্দি ভাষার রাজ্যগুলির উপর জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে বলে বার বার অভিযোগ তুলেছেন এমকে স্ট্যালিন। হিন্দি আগ্রাসনের জেরে ভোজপুরী, মৈথিলী, অওয়াধি, ব্রজবুলি, বুন্দেলির মতো ভাষা ধ্বংস হয়ে গিয়েছে। আগামী বছরই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার আগে তামিল-আবেগ হয়ত নির্বাচনের মূল ইস্যু হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen