কুনার নদীবাঁধ নির্মাণের পথে আফগানিস্তান, ভারতের পর তালিবানের জল-অবরোধে শুকোবে পাকিস্তান?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৭:১০: উদ্বেগ বাড়ছে পাকিস্তানের! বর্তমানে তালিবানরা (Taliban) যেন পাকিস্তানের গলার কাঁটা হয়ে উঠছে। কারণ ভারতের পর এবার আফগানিস্তানও (Afghanistan) পাকিস্তানের বিরুদ্ধে জলযুদ্ধ ঘোষণা করে দিল! তালিবান সরকার (Taliban Government) জানিয়ে দিয়েছে, খুব শীঘ্রই কুনার নদীর (kunar River) উপরে বাঁধ নির্মাণ (Dam Construction) করা হবে। ফলে আফগানিস্তান থেকে পাকিস্তানে (Pakistan) প্রবাহিত জলের সরবরাহ কার্যত বন্ধ হয়ে যাবে। এতে ইসলামাবাদের (Islamabad) উদ্বেগ আরও বেড়েছে।
আফগান জল ও শক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখুনজাদা (Hibatullah Akhundzada) ইতিমধ্যেই মন্ত্রককে নির্দেশ দিয়েছেন দ্রুত বাঁধ নির্মাণ শুরু করার। দেশীয় সংস্থার সঙ্গে প্রকল্প চুক্তি দ্রুত স্বাক্ষরেরও নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য প্রতিমন্ত্রী মুহাজির ফারাহি (Muhajir Farahi) এক্স (প্রাক্তন টুইটার) পোস্টে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
লন্ডনের সাংবাদিক সামি ইউসুফজাইও (Sami Yousafzai) জানিয়েছেন, “ভারতের পরে এবার পাকিস্তানের জল প্রবাহ বন্ধের পথে আফগানিস্তান। আখুনজাদা নিজে এই নির্দেশ দিয়েছেন।”
সম্প্রতি কাবুলে (Kabul) পাকিস্তানের এয়ার স্ট্রাইকের পর দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। সীমান্তে গুলির লড়াইয়ে প্রাণহানিও ঘটেছে। অল্প সময়ের সংঘর্ষবিরতি ঘোষণার পরেও পরিস্থিতি স্থিতিশীল হয়নি। তার মধ্যেই আফগানিস্তানের এই সিদ্ধান্তে দুই দেশের দ্বন্দ্ব আরও গভীর হল।
উল্লেখ্য, ভারতের সঙ্গে পাকিস্তানের (Pakistan) জলবিবাদও এখন তুঙ্গে। পহেলগাঁও জঙ্গি হামলার পর নয়াদিল্লি সিন্ধু জলচুক্তি স্থগিতের ঘোষণা করে জানিয়েছিল, “রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না।” প্রাক্তন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো (Bilawal Bhutto Zardari) একসময় হুঁশিয়ারি দিয়েছিলেন, “সিন্ধু চুক্তি ভাঙলে জল নিয়ে যুদ্ধ হবে।” কিন্তু নয়াদিল্লির অবস্থান বদলায়নি।