Louvre heist: লুভ মিউজিয়ামে গয়না চুরি কাণ্ডে গ্রেপ্তার দুই

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১৪: প্যারিসের বিখ্যাত লুভ মিউজিয়ামে ঘটে যাওয়া দুঃসাহসিক গয়না চুরির ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করল ফরাসি পুলিশ। শনিবার রাতে প্যারিস-শার্ল দ্য গল বিমানবন্দর থেকে প্রথম অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত তখন ফ্রান্স ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। তার পর পরই দ্বিতীয় অভিযুক্তও ধরা পড়ে।
বিগত রবিবার দুপুরে লুভ মিউজিয়ামে এই চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। মিউজিয়ামের জানালা ভেঙে ক্রেনের সাহায্যে ভিতরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। তখন মিউজিয়াম খোলা ছিল, দর্শকও ছিলেন ভেতরে। সাত মিনিটের মধ্যে গ্লাস কেস ভেঙে আটটি মূল্যবান রাজকীয় গয়না হাতিয়ে পালায় দুষ্কৃতীরা। যার আনুমানিক মূল্য ১০২ মিলিয়ন ডলার। চুরি হওয়া গয়নার মধ্যে ছিল সম্রাজ্ঞী ইউজেনির টিয়ারা ও ক্রাউন, যা ১৮৫৩ সালে আলেকজান্দ্র-গ্যাব্রিয়েল লেমনিয়ে তৈরি করেছিলেন। এছাড়াও ছিল রানি মেরি অ্যামেলির নীলা পাথরের গয়না, রানি হর্তেন্সের কানের দুল ও নেকলেস, এবং সম্রাজ্ঞী মেরি লুইজের বিয়ের গয়না।
প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা যায়, চুরির পর অভিযুক্তরা মোটরবাইকে করে পালিয়ে যায়। এরপর গোটা ফ্রান্স জুড়ে শুরু হয় তল্লাশি। কয়েকদিন পর এক ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায় দুই ডাকাত নির্মাণকর্মীর পোশাকে হাইড্রলিক লিফটে করে মিউজিয়ামের উপরে উঠছে। অপর একটি ফুটেজে দেখা যায়, এক ডাকাত কাচের কেস কেটে গয়না নিচ্ছে, পাশে দর্শকরা অবাক এবং আতঙ্কিত। চুরির কিনারা করতে তদন্তভার যায় বিশেষ পুলিশ ইউনিট BRB-র হাতে। দুই সন্দেহভাজন গ্রেপ্তার হল। এখন দেখার গয়না উদ্ধার হয় কি-না।