LIVE প্রথম টি২০ ম্যাচে মার্শের কাছে টসে হেরে প্রথম ব্যাটিং করতে নেমেছে ভারত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি ১৩.৪৫: আজ মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, মানুকা ওভালে জমজমাট লড়াইয়ের অপেক্ষা!অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের একাদশে আজও নেই টি-টোয়েন্টি ফরম্যাটে দলের সবচেয়ে সফল বোলার অর্শদীপ সিং।
এই সিরিজ থেকেই শুরু হচ্ছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি অভিযান। আগামী বছর শুরুর দিকের বিশ্বকাপের আগে মোট ১৫টি ম্যাচে নিজেদের ফর্ম ও দলগঠন পরীক্ষা করে দেখবে রোহিত শর্মার দল। যদিও এই সিরিজের ফলাফল বড় ভূমিকা রাখবে না, কারণ দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচগুলো হবে বিশ্বকাপের কন্ডিশনের কাছাকাছি।
তরুণ অভিষেক শর্মার জন্য আজকের ম্যাচ এক বড় সুযোগ—অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে তাঁর মানিয়ে নেওয়ার ক্ষমতাই নজর কাড়বে। ব্যাটাররা যদি ভালো স্কোর তুলতে পারেন, তবে জসপ্রিত বুমরাহের আগুনে বোলিং আর বরুণ চক্রবর্তীর স্পিন ভেলকি ম্যাচে গতি আনতে পারে।
ভারতের প্রথম একাদশ
অভিষেক শর্মা, শুভমন গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, শিবম দুবে, অক্ষর পটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরাহ।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
মিচেল মার্শ, ট্রেভিস হেড, জশ ইংলিস, টিম ডেভিড, মিচেল ওয়েন, মার্কাস স্টোইনিস, জশ ফিলিপ, জেভিয়ার বার্টলেট, নেথান এলিস, ম্যাট কুনেম্যান এবং জশ হেজ়লউড।
১৫:২৫: বৃষ্টির কারণে বন্ধ খেলা, ভারতের স্কোর ৯৭/১
১৫:০০: ৬ ওভার শেষে ভারতের স্কোর ৫৩/১
২.২০: বৃষ্টির কারণে বন্ধ খেলা, স্কোর ৪৩/১
১৩.৫৫: ২ ওভার শেষে ভারতের স্কোর ১৭