SIR- র প্রতিবাদে আমরণ অনশনের ডাক দিলেন মমতাবালা ঠাকুর

November 1, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৫: এসআইআর এর প্রতিবাদে আমরণ অনশনের ডাক দিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। এসআইআর হলে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ যাবে। এই আশঙ্কা করছেন তৃণমূল সাংসদ। মতুয়া সম্প্রদায়ের কোনও ভোটারের নাম বাদ দেওয়া যাবে না।

শনিবার SIR ইস্যুতে সাংবাদিক বৈঠক করেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্যতম সদস্যা, রাজ্যসভার সাংসদ মমতাবালা। তিনি দাবি করেন, “SIR চালু হলে রাজ্যের প্রায় দুই কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, যার মধ্যে প্রায় ৯৫ শতাংশই মতুয়া সমাজের মানুষ।”

তিনি জানান, নির্বাচন কমিশনের তরফে SIR ঘোষণার পর থেকেই উদ্বাস্তু ও মতুয়া সমাজের একাংশ সিএএ (CAA)-এর ফর্ম পূরণের জন্য বিভিন্ন কেন্দ্রে ছুটছেন। ঠাকুরবাড়ি এলাকায় প্রতিদিন দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। এই প্রক্রিয়ার মধ্যেই নাগরিকত্ব নিয়ে নানা অস্পষ্টতা এবং আশঙ্কা তৈরি হচ্ছে সমাজের বৃহৎ অংশে। তিনি বলেন “SIR নামের এই পরিকল্পনা সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার আরেকটা ফাঁদ। সিএএ-র নামে অনেকে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। এটা পুরোপুরি একটা ‘ইনকামের রাস্তা’। এই টাকা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছেও যাচ্ছে।”তিনি জানান, এর প্রতিবাদে আগামী ৫ নভেম্বর থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসবেন তিনি।

১২টি রাজ্যের সঙ্গে বাংলাতেও এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ৪ নভেম্বর, মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলও-রা এসআইআরের কাজ শুরু করবেন। ওই দিনই এসআইআরের প্রতিবাদের পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআরের বিরুদ্ধে জোরালো প্রতিবাদে নামছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen