করোনার জের, কোভিড-বেড বাড়ানোর নির্দেশ মমতার
দুর্গাপুজোর ভিড় এবং সকলের সামাজিক দূরত্ব বজায় না রেখে মেলামেশার ফলে বাড়তে পারে করোনা সংক্রমণ। তা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে জেলাশাসকদের পুজোয় করোনা সংক্রমণ রুখতে সতর্কতা বিধি পালন ও করোনা মোকাবিলার প্রস্তুতি নিতে বলেছেন। শনিবার জেলাশাসকদের সঙ্গে ভিডিও বৈঠকে এবিষয়ে সতর্ক করে দিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।
মুখ্যসচিব জেলাশাসকদের জানান, প্রতিটি জেলায় সেফ হোম এবং কোভিড বেডের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করা হবে। অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে হবে। ভেন্টিলেটর, ওষুধপত্র দ্রুত কেনার ব্যাপারেও জোর দেওয়া হয়েছে। পুজোমণ্ডপে মাস্ক ছাড়া ঢোকার অনুমতি দেওয়া যাবে না। প্যান্ডেল খোলামেলা ও স্যানিটাইজার রাখার ব্যবস্থা করতে হবে।
স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানান, এখন রাজ্যে সরকারি হাসপাতালে সিসিইউ এবং এইচডিইউ বেডের সংখ্যা ১২৫০। কোভিড বেড অন্তত ৫০০ বাড়ানো হবে। পুজোর আগে ১৫০০ বেড করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বালটিকুরি, কলকাতা মেডিক্যাল কলেজ, এম আর বাঙুর, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে বেড বাড়ানো হবে।
পুজোয় টেলিমেডিসিন, হাসপাতালে ভর্তির ক্ষেত্রে ফোনে সহায়তা, অ্যাম্বুলেন্স পরিষেবা চালু থাকবে। পুজোর সময় স্বরাষ্ট্র দপ্তরের সুরক্ষা-বিধি মেনে চললে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে না বলেই আশা করা হচ্ছে। কিন্তু যদি আক্রান্তের সংখ্যা বাড়ে সেইজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শনিবারের করোনা রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সব রেকর্ড ভেঙে দিয়েছে। সারা দেশে প্রতিদিন নমুনা পরীক্ষার সংখ্যার নিরিখে আক্রান্তের হার ৬.২৯ শতাংশ। আইএমএ’র রাজ্য শাখা ও স্বাস্থ্যসচিবের কাছে পরীক্ষার সংখ্যাবৃদ্ধির আর্জি জানিয়েছে। এদিন আক্রান্তের সংখ্যা এপর্যন্ত সর্বাধিক ৩৫৯১ হলেও নমুনা পরীক্ষার সংখ্যা ৪২,৮৫৫।