মমতাকে নিয়ে কুৎসা! হাই কোর্টে ধাক্কা খেলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী

November 4, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৫: হাই কোর্টের রায়ে চাপে বিজেপি (BJP) নেতা ও আইনজীবী কৌস্তভ (Kaustav Bagchi)। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বিষয় অনলাইনে তুলে ধরায় কৌস্তভ বাগচীর বিরুদ্ধে সমন জারি করে নিম্ন আদালত। গত শুক্রবার সমন খারিজের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। মঙ্গলবার বিচারপতি অপূর্ব সিনহা রায় সেই আবেদন খারিজ করে দেন, ফলে আইনি জটিলতা আরও বাড়ল কৌস্তভের জন্য।

২০১৫ সালে প্রকাশিত একটি বিতর্কিত বইয়ের অংশ অনলাইনে তুলে ধরেন কৌস্তভ, যেখানে দাবি করা হয়েছিল মুখ্যমন্ত্রী (Chief Minister) পদ গ্রহণের আগে গোপনে বিবাহ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বইয়ের লেখকের দাবি ছিল, মুখ্যমন্ত্রীর অবিবাহিত থাকার দাবি অসত্য। এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে কৌস্তভ ব্যক্তিগত স্তরে কুকথাও বলেন বলে অভিযোগ। সেই সূত্রেই নিম্ন আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করে।

গত শুক্রবার কৌস্তভ বাগচী হাই কোর্টে (Calcutta High Court) সমন খারিজের আবেদন জানান। তাঁর যুক্তি ছিল, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বিষয় নিয়ে সরকারি আইনজীবীর আবেদন জানানোর এক্তিয়ার নেই। কিন্তু বিচারপতি অপূর্ব সিনহা রায় সেই যুক্তি খারিজ করে দেন।

আদালতের পর্যবেক্ষণ, মুখ্যমন্ত্রীর চেম্বারে যে কোনও ব্যক্তির সঙ্গে হওয়া বৈঠককে সরকারি বৈঠক হিসেবে গণ্য করা যেতে পারে। সেই বৈঠক সংক্রান্ত তথ্য প্রকাশ আইনানুগ অপরাধের আওতায় পড়তে পারে। যদি কেউ এর অন্যথা দাবি করেন, তবে প্রমাণের দায় তাঁরই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen